নাম তার নেভে তে আরোহা। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে কনিষ্ঠতম সদস্য। বয়স? তিন মাস। এত ছোট বয়সে আর কেউ কখনও আসেনি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। নেভে অবশ্য এসেছে ওর মায়ের কোলে চেপে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডার্নের তিন মাসের ছোট্ট পরিটার নাম নেভে। মা সভায় বক্তৃতা দিতে উঠলে নেভে ছিল বাবা ক্লার্ক গেফোর্ডের কোলে।
রাষ্ট্রপুঞ্জের সভায় যোগ দেবে, অথচ নিজের পরিচয়পত্র সঙ্গে থাকবে না, তা কী হয়? উপস্থিত সাংবাদিকরা দেখতে চাইলে জেসিন্দার সঙ্গী গেফোর্ড তাও দেখালেন। নিজের টুইটার অ্যাকাউন্টে সে ছবি পোস্ট করে মজা করে ক্লার্ক লিখেছেন "মেয়ের ন্যাপি বদলানোর সময় জাপানি গণ্যমান্যরা ঢুকে পড়েছিলেন ঘরে।"
Because everyone on twitter's been asking to see Neve's UN id, staff here whipped one up.
I wish I could have captured the startled look on a Japanese delegation inside UN yesterday who walked into a meeting room in the middle of a nappy change.
Great yarn for her 21st. pic.twitter.com/838BI96VYX— Clarke Gayford (@NZClarke) September 24, 2018
গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্ডার্ন বলেন, "আমার বাচ্চাকে কর্মক্ষেত্রে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে, সব জায়গায় তা থাকে না। কর্মক্ষেত্রে মা তাঁর সন্তানকে নিয়ে যাবেন, এই বিষয়টিকে যদি আমরা স্বাভাবিক ভাবে দেখতে পারি, তাহলে বুঝব, আমরা একটা জায়গায় পৌঁছতে পেরেছি।"
এই প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টিফেন ডুজারিক রয়টারসকে বলেছেন, "রাষ্ট্রনেতাদের মোট ৫ শতাংশ মহিলা। কর্মরত মায়েদেরকে আমাদের যত বেশি সম্ভব উৎসাহ দেওয়া দরকার।"
সোশাল মিডিয়াতেও খুব প্রশংসিত হয়েছে আর্ডার্নের এই পদক্ষেপ।
This story is important because:
1. This should be the norm
2. The presence of a child may help politicians keep things in perspective
3. A reminder that we need a baby UNhttps://t.co/IzBbJHmyTT— Cameron Williams (@MrCamW) September 25, 2018
নেটিজেনদের কেউ বলছেন, এটাই নিয়ম হওয়া উচিত।
Big thanks to #NewZealand PM @jacindaardern for personally initiating Take your baby to the #UN Day.
Bold & important precedent for working parents everywhere. pic.twitter.com/6fwuClvUiA— Jen Crozier (@jencrozier) September 25, 2018
নেভের মায়ের এই উদ্যোগকে খুবই বলিষ্ঠ মনে করছেন আধিকাংশ মানুষ।
'New Zealand prime minister Jacinda Ardern has made history as the first female world leader to attend the United Nations general assembly meeting with her newborn baby in tow.' https://t.co/CN3oNGG5wI
— IWDA (@iwda) September 25, 2018
এমন এক গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হল ৭৩ বছর, কিন্তু শেষমেশ হল তো, এই ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে।