জন্মদিনেই জেনে নিন ফেসবুক সম্পর্কে এই অজানা তথ্য

ফেসবুকে আপনি চাইলে সবাইকেই ব্লক করতে পারবেন, কিন্তু মার্ক জুকারবার্গকে শত চাইলেও ব্লক করতে পারবেন না আপনি। 

ফেসবুকে আপনি চাইলে সবাইকেই ব্লক করতে পারবেন, কিন্তু মার্ক জুকারবার্গকে শত চাইলেও ব্লক করতে পারবেন না আপনি। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আধুনিক জীবন যাকে ছাড়া চলেই না, আজ সেই ফেসবুকের জন্মদিন। ১৬ পূর্ণ করে ১৭-এ পা দিল ফেসবুক। লক্ষ্মীলাভ করে এখন একেবারে ফুলে ফেঁপে উঠেছে ফেসবুক। ২০০৪ সালের আজকের দিনে (৪ ফেব্রুয়ারি) পথ চলা শুরু ফেসবুকের।

Advertisment

এক এক করে অনেকগুলো বছর পার করে ফেসবুক এখন 'সুইট সিক্সটিন'-এ।

জন্মদিনের দিনই জেনে নিন ফেসবুক সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য

বিশ্বের প্রথম চারটি সংস্থার মধ্যে ফেসবুক একটি। বাকি তিনটি হল অ্যামাজন, অ্যাপল এবং গুগল।

Advertisment

ফেসবুকের যাত্রা শুরু হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডর্মিটারি থেকে। পড়ুয়ারা নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য তৈরি করেছিল ফেসবুক।

আরও পড়ুন, প্রাপ্তবয়সে মনের দেখভাল করে সোশাল মিডিয়াই, বলছে সমীক্ষা

এই সোশাল নেটওয়ার্কিং এর নাম ছিল প্রথমে দ্য ফেসবুক। পরে দ্য শব্দটি উঠিয়ে দেওয়া হয়।

ফেসবুকের ফ্রন্ট পেজে প্রথমে দেখা যেত আল পাচিনোর মুখ।

ফেসবুকে এই মুহূর্তে সবচেয়ে বেশি লাইকড পেজ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁর আগে ছিল পপ সিঙ্গার শাকিরার।

ফেসবুকে আপনি চাইলে সবাইকেই ব্লক করতে পারবেন, কিন্তু মার্ক জুকারবার্গকে শত চাইলেও ব্লক করতে পারবেন না আপনি।

ফেসবুকে 'লাইক' বোতাম চালু হয়েছিল ২০০৯ সালে। ২০১৬ তে চালু হয় 'লাভ' 'অ্যাংরি', 'ওয়াও' বোতাম চালু হয়।

সারা বিশ্বের ৭৬ শতাংশ ইউজার মহিলা।

চিন দেশে ফেসবুক নিষিদ্ধ।