Advertisment

AC On Rent: সাধ থাকলেও সাধ্য নেই? জ্বালাপোড়া গরমে ভাবছেন এসি ভাড়া করবেন? জানুন সহজ পদ্ধতি

AC In Summer: অনলাইনে এসি ভাড়া নিলে নামমাত্র খরচে ইন্সলেশন করতে পারবেন এসি মেশিনগুলো।

author-image
IE Bangla Web Desk
New Update
online ac rental services details, গরমে ভাবছেন এসি ভাড়া করবেন? জানুন সহজ পদ্ধতি

AC Machine: এসি মেশিন আজ বাতুলতা নয়, সময়ের চাহিদা।

How To Take AC On Rent: গরমে নাজেহাল অবস্থা। পকেটের কথা ভেবে এয়াক কন্ডিশন মেশিন কেনা থেকেও বারবার পিছিয়ে আসতে হচ্ছে। ঘাবড়াবেন না, গরমে এসির ঠান্ডার সুখ আপনিও পেতে পারেন! কী করে? দরকারে আপনি চাইলেই একটি এসি ভাড়াও করতে পারেন।

Advertisment

আপনি যদি বাইরে কোথাও ভাড়া বাড়িতে থাকেন, তাহলে ভাড়ায় এসি নেওয়া অর্থবহ হতে পারে। কারণ, আপনাকে ঘনঘন বাড়ি পরিবর্তন করতে হবে। এছাড়াও এসি ভাড়া নেওয়ার আর একটি দিক হল ইনস্টলেশন এবং স্থানান্তরের খরচ আপনাকে আলাদা করে গুনতে হবে না। ওই ভাড়ার মধ্যেই সেটি ধরা থাকে।

অনলাইনে একাধিক প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে আপনি একটা এসি মেশিন ভাড়া নিতে পারেন। এ জন্য আপনাকে খেয়াল রাখতে হবে ডেলিভারি এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে।

কোন কোন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি একটা এয়ার কন্ডিশনার ভাড়া নিতে পারেন, কত টাকা খরচ করতে হবে, জানুন সেইসব তথ্য-

রেন্টমোজো

এসি ভাড়়া করার জন্য এই মোবাইল অ্যাপটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে মিলবে। দেশের সব বড় শহরে এসি ভাড়া দিয়ে থাকে রেন্টমোজো। আপনি বারংবার স্থানান্ত করলে সম্পূর্ণ বিনামূল্যে এসি ইনস্টল করে দিয়ে আসবে রেন্টমোজো। এখান থেকে আপনি যদি একটি ১ টনের স্প্লিট এসি ভাড়া নেন, তাহলে আপনাকে প্রতি মাসে ১,৩৯৯ টাকা খরচ করতে হবে। ডিপোজিট রাখতে হবে অন্তত ১,৯৪৯ টাকা, যা রিফান্ডেবল। ইনস্টলেশনের জন্য এককালীন আপনার কাছে ১৫০০ টাকা চার্জ করবে রেন্টমোজো, যার মধ্যে রয়েছে আইটেমের একটা ওয়াটার পাইপও।

সিটিফার্নিশ

এসি রেন্টাল সার্ভিসের আরেক প্ল্য়াটফর্ম সিটিফার্নিশ, যেখান থেকে আপনি গরমকালে একটি এসি ভাড়া নিতে পারেন। ১ টনের এসি ভাড়া নিতে গেলে আপনাকে প্রতি মাসে ১০৬৯ টাকা খরচ করতে হবে। ইনস্টলেশন চার্জ দিতে হবে ১,০০০ টাকা এবং রিফান্ডেবল ডিপোজিট হিসেবে সাটিফার্নিশের কাছে আপনাকে ২,৭৪৯ টাকা রাখতে হবে। অন্য দিকে ১ টনের স্প্লিট এসি এই প্ল্যাটফর্ম থেকে ভাড়া নিতে আপনাকে প্রতি মাসে ১,২৪৯ টাকা খরচ করতে হবে, ১৫০০ টাকা ইনস্টলেশন চার্জ দিতে হবে এবং রিফান্ডেবল ডিপোজিট হিসেবে রাখতে হবে ২,৭৯৯ টাকা।

ফায়রেন্ট

এসি রেন্টাল সার্ভিসের দিক থেকে সবথেকে আকর্ষণীয় প্যাকেজ রয়েছে এই ফায়রেন্ট নামক সংস্থাটির। এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ১.৫ টনের এসি ভাড়া নিতে আপনাকে মাত্র ১,৩৭৫ টাকা খরচ করতে হবে। এর মধ্যেই রয়েছে ইনস্টলেশন চার্জ। যতদিন আপনি এই প্ল্যাটফর্ম থেকে এসি ভাড়া নেবেন, ততদিন সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে ওয়েট ও ড্রাই সার্ভিস অফার করবে ফায়রেন্ট।

রেন্টলোকো

রেন্টলোকো নামক প্ল্যাটফর্ম থেকে আপনাকে উইন্ডো এবং স্প্লিট এসি ভাড়া নেওয়ার জন্য যথাক্রমে ১,২৯৯ টাকা ও ১,৫৯৯ টাকা চার্জ করা হবে। অন্তত তিন মাস আপনাকে রেন্টলোকোর থেকে এসি ভাড়া নিতে হবে এবং একটি ১.৫ টনের এসির জন্য অন্ততপক্ষে ১,৫৩২ টাকা রিফান্ডেবল ডিপোজিট দিতে হবে। মাসিক ভাড়ার পাশাপাশি মাত্র ৫০০ টাকা খরচ করলে আপনাকে রেন্টলোক এসিটি ইনস্টলও করে দেবে।

Heat Wave Ac Machine summer
Advertisment