মন্ত্রীর আচরণে পেশাদারিত্বের অভাব: দু'বছরের ছুটি চাইলেন পাকিস্তানের রেল আধিকারিক

মন্ত্রীর অধীনে কাজ করা সম্ভব নয় জানিয়ে ছুটির দরখাস্ত করেছেন মহম্মদ হানিফ গুল। কতদিনের ছুটি? ৭৩০ দিন

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টানা ৭৩০ দিন, অর্থাৎ দু'বছরের ছুটির দরখাস্ত করেছেন পাক রেল আধিকারিক

নির্বাচনে জয়ী হয়ে ইমরান খান সরকার ক্ষমতায় এসছেন সবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে ২০ আগস্ট শপথ গ্রহণ করেছেন শেখ রসিদ। এর মধ্যেই জনৈক রেল আধিকারিক অভিযোগ করেছেন "নতুন মন্ত্রীর ব্যবহার যথেষ্ট অভব্য। পেশাদারিত্বেরও অভাব।" মন্ত্রীর অধীনে কাজ করা সম্ভব নয় জানিয়ে ছুটির দরখাস্ত করেছেন মহম্মদ হানিফ গুল। কতদিনের ছুটি? ৭৩০ দিন! হ্যাঁ, টানা দু'বছরের ছুটির দরখাস্ত করে যে চিঠি লিখেছেন পাক রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার, তা এখন নেট দুনিয়ায় ভাইরাল।

Advertisment

ছুটির আবেদনপত্রে মহম্মদ গুল লিখেছেন, ''পাকিস্তান সিভিল সার্ভিসের একজন সম্মানিত সদস্য হিসেবে নতুন মন্ত্রীর অধীনে কাজ করা আমার পক্ষে অসম্ভব। এক রকম দৃষ্টিভঙ্গির মানুষকে নিয়ে দল তৈরি করার সম্পূর্ণ অধিকার মন্ত্রীর রয়েছে।"

Advertisment

ছুটির দরখাস্ত ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের দিক থেকে আসতে থাকে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বেশ মজা পাচ্ছেন। কেউ আবার বলছেন, বেতনসহ দু'বছরের ছুটি কখনই গ্রাহ্য নয়। কারণ সরকারি আমলাদের বেতন তো আসলে সাধারণ মানুষেরই টাকা থেকেই হয়।

কারোর মত, ছুটি চেয়ে আসলে পালিয়ে যাচ্ছেন ওই আধিকারিক। টানা দু'বছর কাজ না করে বেতন নেওয়ার ভাবনাকে সমালোচনা করেছেন কম বেশি সবাই।

বর্তমান সরকারের অধীনে কাজ করা সম্ভব না হলে চাকরি ছেড়ে দেওয়াই সমীচীন নয় কি? এমন প্রশ্নও উঠেছে।

পাকিস্তানের জিও টিভি মারফত পাওয়া খবর বলছে, এখনও মহম্মদ গুলের আবেদন অনুমোদন করেনি প্রশাসন।

pakistan