কোন বয়সে সবচেয়ে অসুখী হয় মানুষ?

গবেষণা করে অধ্যাপক ডেভিড ব্লাঞ্চফ্লাওয়ার বলেছেন সমস্ত দেশের আলাদা আলাদা হ্যাপিনেস কার্ভ রয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে তা সবচেয়ে তলানিতে আসে ৪৮.২ বছর বয়সে। 

গবেষণা করে অধ্যাপক ডেভিড ব্লাঞ্চফ্লাওয়ার বলেছেন সমস্ত দেশের আলাদা আলাদা হ্যাপিনেস কার্ভ রয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে তা সবচেয়ে তলানিতে আসে ৪৮.২ বছর বয়সে। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

'সুখ নেইকো মনে

Advertisment

নাকছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে'...

মানুষের সুখ না থাকার নানা কারণ থাকে তো। নানা বয়সের নানা কারণে সুখহীনতায় ভোগে মানুষ। কিন্তু কোন বয়সে সুখহীনতা সবচেয়ে বেশি থাকে? এই নিয়েই সম্প্রতি এক গবেষণা হয়েছে। ব্যাঙ্ক অব ইংল্যান্ডের এক প্রাক্তন অর্থনীতিবিদ ১৩৪ টি দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখেছেন অসুখের সর্বোচ্চ স্তরে মানুষ পৌঁছোয় ৪৭.২ বছর বয়সে।

Advertisment

গবেষণা করে অধ্যাপক ডেভিড ব্লাঞ্চফ্লাওয়ার বলেছেন সমস্ত দেশের আলাদা আলাদা হ্যাপিনেস কার্ভ রয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে তা সবচেয়ে তলানিতে আসে ৪৮.২ বছর বয়সে।

'আজকাল আপনি জীবনে কতোটা সন্তুষ্ট?' প্রশ্ন ছিল এইরকম। উত্তর 'একেবারেই সন্তুষ্ট নয়' হলে নম্বর দেওয়া হয়েছে ০। 'পুরোপুরি সন্তুষ্ট' হলে দেওয়া হয়েছে ১০ নম্বর। দেখা গিয়েছে ৪০ এর কোঠায় বয়স, এমন মানুষের অধিকাংশই ৭.৭০, ৭.৯০ নম্বর পেয়েছে।