Advertisment

করোনা ভাইরাস থেকে আপনার সন্তানকে বাঁচাতে কী কী সতর্কতা নেবেন?

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে কোচলে হাত ধোয়া। হাতের দু'পিঠই ভালো করে ধুতে হবে। আঙুলের খাঁজ যাতে পরিষ্কার হয়, খেয়াল রাখতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রাথমিক ভাবে চিন দেশ থেকে করোনা ভাইরাসের আক্রমণ শুরু হলেও ক্রমশ তা ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। পৃথিবীর ৭০ টি দেশে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৮৯০০০। ভারতে এই ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে পাঁচ। শিশুদের নিয়ে রীতিমত আতঙ্কে রয়েছেন মায়েরা। এই পরিস্থিতিতে মা বাবারা জেনে নিন, কী ভাবে সুস্থ রাখবেন আপনার সন্তানকে?

Advertisment

মুম্বইয়ের ক্লাউড নাইন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডঃ বিনয় জোশী জানালেন, "কিছু বেসিক হাইজিন মানতে হবে, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই"

কী কী উপদেশ দিলেন চিকিৎসক?

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে কোচলে হাত ধোয়া। হাতের দু'পিঠই ভালো করে ধুতে হবে। আঙুলের খাঁজ যাতে পরিষ্কার হয়, খেয়াল রাখতে হবে।

স্কুলে বা পড়তে যাওয়ার সময় অথবা বাইরে গেলে আপনার সন্তানকে ভালো হ্যান্ড স্যানিটাইজার রাখতে বলুন।
সহপাঠীর জ্বর হলে খুব বেশি কাছে না ঘেঁষাই ভালো, এই সময়ে হ্যান্ড শেক যেন না করে।

স্কুল কর্তৃপক্ষ ক্লাসরুমের টেবিল চেয়ার পরিচ্ছন্ন রাখুন। মেঝে, দেওয়াল, বাথরুম পরিষ্কার করা হোক জীবাণু নাশক দিয়ে।

হাঁচি কাশি হলে সন্তানদের মুখে মাস্ক পরার পরামর্শ দিন।

বাইরে ঘুরতে গেলে হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন। পরিচ্ছন্ন হোটেলে ওঠার চেষ্টা করবেন। মশলাদার খাবার খাবেন না। মাংস খাওয়ার সময় বিশেষ করে সতর্ক হোন।

জ্বর হলে জন্মদিন, বা এরকম কোনও অনুষ্ঠান এড়িয়ে যাওয়াই ভালো।

Advertisment