Happy Propose Day 2024 Date: প্রেমের দ্বিতীয় অধ্যায় ঠিক কেমন হতে পারে? অবশ্যই মনের কথা জানানোর একটা নির্দিষ্ট বিষয় থেকেই যায়। কাউকে, ভালবাসার কথা সহজে বলতে পারাও একটা বিরাট ব্যাপার। তাই তো, প্রেমের সপ্তাহের দ্বিতীয় দিন প্রপোজ ডে হিসেবে গণ্য করা হয়।
৮ই ফেব্রুয়ারি পালন করা হয় প্রপোজ ডে হিসেবে। কিন্তু কেন? বিশেষ কোনও গুরুত্ব আছে এই বিষয়ে? ইতিহাস ঘাঁটলে দেখা যায়, তখনকার সময় বিয়ে বা নতুন সম্পর্কের শুরুতে প্রপোজাল দিতেন বাড়ির বড়রাই। তারাই যেতেন একে অপরের সঙ্গে কথা বলতেন। আর বর্তমানে, সেই ভাবনা চিন্তা অনেকটা বদলেছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সেই ধারণা ভেঙে দিয়েছেন বহুবছর।
প্রপোজ ডের কোনও গুরুত্ব রয়েছে?
বর্তমানে এর সংজ্ঞা অনেক বদলেছে। বিয়ের প্রস্তাবের বাইরে গিয়ে প্রেম প্রতিশ্রুতি এবং মনের ভাবনার প্রকাশ করাই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এদিন, নিজের মনের কথা প্রকাশ করতেই কার্ড - কিংবা কোনও ছোট উপহার দিয়ে থাকেন ভালবাসায় আবদ্ধ হয়েছেন যারা।
আরও পড়ুন - Happy Rose Day 2024 Wishes: ক্লডিয়াসের যুগ থেকে আজ, রোজ ডে ভরিয়ে তোলে ভালোবাসার বার্তায়
কী কী ভাবে উদযাপন করা যেতে পারে প্রপোজ ডে?
নিজেদের পছন্দমত একটা প্লে লিস্ট আপনাদের প্রপোজ ডে বেশ সুন্দর করে তুলতে পারে। হালকা গান, সঙ্গে দুজনের যোগ সাধন সুন্দর করে তুলতে পারে মুহূর্ত।
যে এলাকায় নৌকা ভ্রমণের সুবিধা রয়েছে, সেখানে এক সুন্দর সন্ধ্যায় নৌকায় ভ্রমণ করা যেতে পারে।
একসঙ্গে, রমকম সিনেমা দেখা যেতে পারে আজকের দিনে। ডেট মুভি নাইটের থেকে ভাল আর কী হতে পারে?
যারা লং ডিসটেন্স রিলেশনশিপে রয়েছেন তাদের মুখে হাসি ফোটাতে পারে ছোট্ট একটা ভিডিও কল। এছাড়াও প্রয়োজনে, এমন কিছু খাবার বাড়িতে পাঠাতে পারেন যা আপনার পার্টনারের পছন্দ।
রুফ টপে স্ন্যাকস পার্টি হতে পারে অন্যরকম অপশন। পছন্দের স্ন্যাকস সঙ্গে হালকা আড্ডাও করা যেতে পারে।
যারা, সম্পর্কে একদম সিরিয়াস তাঁরা আংটি উপহার দিতে পারেন। নতুন সম্পর্কের ক্ষেত্রে সিলমোহর হতে পারে এটি।