Puri Rath Yatra 2021: রথযাত্রা মানেই, পুরী আর নীলমাধবের মাসির বাড়ি যাত্রা, সে এক বিশাল আয়োজন। সুদর্শন পট্টনায়েকের বালুচিত্রের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। জগন্নাথের রথ অর্থাৎ নন্দীঘোষের প্রায় ৪৩.২ ফুট উচ্চ এবং ৩৫ ফুট চওড়া বালুচিত্র এঁকে যথেষ্ট আপ্লুত শিল্পী নিজে।
রথযাত্রার এই পূণ্য লগ্নে, দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা বিনিময় উপলক্ষে তিনি এই বিশেষ কীর্তির ভিডিও তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন সুর্দশন। জানান, পুরীর সমুদ্র সৈকতে রথযাত্রা উপলক্ষে তিনি এই বৃহৎ থ্রি-ডি আর্টটি তৈরি করেছেন এবং এটি একটি নতুন রেকর্ড করতে পারে বলে যথেষ্ট আশাবাদী তিনি। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই শিল্পী দেশে বিদেশে, নিজের অনিন্দ্যসুন্দর বালুচিত্রের মাধ্যমে পরিচিত পেয়েছেন। এবং এটি নিঃসন্দেহে এক অপরূপ শিল্পদর্শন।
প্রসঙ্গত, করোনা আবহে এবছর রথযাত্রা বেশ অনাড়ম্বড়েই সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দর্শনার্থীদের ভিড় এবছর সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিবছর প্রচুর সংখ্যক ভক্ত, জগন্নাথের রথযাত্রায় শামিল হতে ছুটে আসেন দুর দূরান্ত থেকে। রথের দড়িতে হাত লাগান সকলেই। চার ধামের এক পুরী - জগন্নাথের ভক্ত সংখ্যা অগণিত। করোনা আক্রান্তের সংখ্যা ভারতের ক্রমশ উর্ধ্বমুখী, সেই কারণেই এবছর সুপ্রিম কোর্টের আদেশনুসারে বেশ আলাদারকম ভাবেই সম্পন্ন হচ্ছে রথযাত্রা।
আরও পড়ুন Puri Rath Yatra 2021: ভক্তশূন্য পুরী, অনাড়ম্বরে পালিত জগন্নাথদেবের রথযাত্রা
তবে প্রতিবারের মতো এবারও নতুন রথ বানানো হয়েছে। সঙ্গে রথের দড়ি যাঁরা টানবেন তাদের সকলের কোভিড টেস্ট করানো হয়েছে এবং রিপোর্ট নেগেটিভ এলেই তারা অংশগ্রহণ করতে পেরেছেন, এছাড়াও প্রায় ১০০০ জন পুলিশকর্মী রথযাত্রা যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তাই সবসময় বিদ্যমান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন