Ramadan 2019 Date: রমজান মাস কেন পালন করা হয় ?

Ramadan 2019 Date in India, Saudi Arabia, UAE: মেয়েরা ১২ বছরের পর থেকে এবং ছেলেরা ১৫ বছর বয়সের পর থেকে রোজা রাখতে পারে। কেউ অসুস্থ হলে বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অথবা সদ্য মা হয়েছেন এমন মহিলারা না চাইলে রোজা নাও রাখতে পারেন।

Ramadan 2019 Date in India, Saudi Arabia, UAE: মেয়েরা ১২ বছরের পর থেকে এবং ছেলেরা ১৫ বছর বয়সের পর থেকে রোজা রাখতে পারে। কেউ অসুস্থ হলে বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অথবা সদ্য মা হয়েছেন এমন মহিলারা না চাইলে রোজা নাও রাখতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Ramadan 2019, Ramadan Interesting Facts

Important Facts About Muslim Holy Month Ramadan: আগামীকাল ৬ মে থেকে শুরু হবে রমজান মাস। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এই মাস অত্যন্ত পবিত্র পাশাপাশি গুরুত্বপূর্ণ। এই সময়ে ধর্মপ্রাণ মুসলিমরা রোজা রাখেন। অর্থাৎ উপবাস করেন। সন্ধেবেলা চাঁদের দেখা পেলে তবে তারা উপবাস শেষ করেন। দীর্ঘ রমজান মাসের শেষে পালন করে ইদ-উল-ফিতর। এদিন নানা ধরনের আকর্ষণীয় খাবার খাওয়া, নতুন পোশাক পরেন।

কেন রমজান মাসে উপবাস করেন ?

Advertisment

এইসময় মুসলিমরা দিনের বেলা কোনও খাবার বা পানীয় গ্রহণ করেন না। ধূমপান করা এমনকি সহবাসও করেন না তারা। শুদ্ধ পবিত্র ভাবে সময় কাটিয়ে যাবতীয় পাপ, কর্মফল মুছে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন জানানো হয়।

রমজান মাসে উপবাস করার নিয়ম কী ?

রমজান মাসের প্রতি দিন সুর্যোদয় থেকে সূর্যাস্ত পুরো সময়টা সম্পূর্ণ উপবাস করে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। সূর্যোদয়ের আগেই সারাদিনের মতো খাওয়া-দাওয়া করে নেন তাঁরা। আবার সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করেন।

কারা পালন করতে পারেন রমজান মাস ?

Advertisment

শিশুদের রোজা থেকে দূরে রাখা হয়ে থাকে। মেয়েরা ১২ বছরের পর থেকে এবং ছেলেরা ১৫ বছর বয়সের পর থেকে রোজা রাখতে পারে। কেউ অসুস্থ হলে বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অথবা সদ্য মা হয়েছেন এমন মহিলারা না চাইলে রোজা নাও রাখতে পারেন।

Read the full story inEnglish

ramzan ramzan eid