Advertisment

শিল্পী যাপন উদযাপনে কুমোরটুলিতে 'রং মাটির পাঁচালী'

বছর বছর উৎসবের মরসুমে, লক্ষ প্রতিমা যাঁদের হাতে প্রাণ পান, সেই মানুষগুলোকেই কেন্দ্রে রেখে এবার উদযাপনে সামিল শহর কলকাতা। উদযাপনের নাম 'রঙ মাটির পাঁচালী'। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শিল্পীজীবন উদযাপনে সেজে উঠেছে কুমোরটুলি। ছবি- শশী ঘোষ

দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে লোকের মুখে মুখে ফেরে কলকাতার নাম। তবু শিল্প সংস্কৃতির কারিগররা থেকে যান আড়ালেই। এ শহরের শিল্পকাহন শুধু অসম্পূর্ণই নয়, শুরুই হয়না কুমোরটুলি ছাড়া। বছর বছর উৎসবের মরসুমে, লক্ষ প্রতিমা যাঁদের হাতে প্রাণ পান, সেই মানুষগুলোকেই কেন্দ্রে রেখে এবার উদযাপনে সামিল শহর কলকাতা। উদযাপনের নাম 'রঙ মাটির পাঁচালী'।

Advertisment

publive-image দেওয়াল গ্রাফিতিতে সাজল কুমোরটুলি। ছবি- শশী ঘোষ

এশিয়ান পেইন্টস শারদ সম্মানের উদ্যোগেই বিশ্ব শিল্প দিবস পালিত হবে কুমোরটুলিতে। ১৪, এবং ১৫ এপ্রিল, (বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত) দু'দিন ধরে চলবে উদযাপন। প্রতিমা গড়া, ছবি আঁকা, ভাস্কর্য, পথশিল্প, ছবি তোলা, শিল্পের হরেক রকমফের প্রদর্শিত হবে দু'দিন ব্যাপি। কুমোরটুলির তিনটি সমিতিই হাতে হাত রেখে এগিয়ে এসেছে এমন অভিনব প্রয়াসকে বাস্তবায়িত করতে।

publive-image প্রাণ পাচ্ছে প্রতিমা। ছবি- শশী ঘোষ

প্রথিতযশা প্রতিমাশিল্পী চায়না পাল, মালা পাল, সুস্মিতা রুদ্র পাল, এমন বিপুল কর্মযজ্ঞের সাক্ষী থাকবেন সবাই। শনিবার দুপুরে কুমোরটুলিতে চলল 'রং মাটির পাঁচালী'র জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। "আমাদের শিল্পীদের এতটা সম্মান দেওয়া হচ্ছে, এতে আমরা গর্বিত। আমরা কোনোদিন ভাবতে পারিনি এই স্বীকৃতি পাব", জানালেন প্রতিমাশিল্পী চায়না পাল।

publive-image ট্যাক্সির ওপর তুলির টান। ছবি- শশী ঘোষ

বাংলা বছর শেষ হল বলে। নতুন বছরকে তবে বরণ করে নেওয়া যাক একেবারে দেশজ আমেজে। আনন্দ উদযাপনের পেছনে যাদের তুলির টান, আর বুকের রক্ত জল করা পরিশ্রম থাকবে বছরভর, বছর শুরুর দিনটায় অন্তত তাঁরা তাদের প্রাপ্য স্বীকৃতিটুকু পাক।

Advertisment