Advertisment

কেনিয়ার জঙ্গলে দেখা গেল বিরলতম সাদা জিরাফ

ভিডিওতে ধরা পড়েছে লেজ দুলিয়ে দুলিয়ে দুলকি চালে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে মা-মেয়ে। মা জিরাফ তো রীতিমতো পোজ দিচ্ছে ক্যামেরায়। মায়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খেয়ে যাচ্ছে খুদেটি। পিছিয়ে পড়ে শেষে দৌড়ে তবে নাগাল পেল মায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লোকের মুখে মুখে বেশ কিছুদিন ধরেই ছড়াচ্ছিল কথাটা। স্থানীয় মানুষ নাকি দেখতে পেয়েছে সাদা রঙের জিরাফ। কেউ কেউ আবার গুজব ভেবে উড়িয়ে দিয়েছিলেন। মাস খানেক যেতে না যেতেই কেনিয়ার ইশাকবিনি হিরোলা কনজানভেশনে ক্যামেরায় ধরা পড়ল এক নয়, দু' দু খানা সাদা জিরাফ। সম্পর্কে তারা আবার মা-মেয়ে। দুটি সাদা জিরাফের এক সঙ্গে ফ্রেমবন্দি হওয়ার ঘটনা নাকি ইতিহাসে এই প্রথম।

Advertisment

জিরাফকে তো আমরা চিনি সেই পরিচিত ছোপ ছোপ লালচে রঙেই। শান্ত শিষ্ট নিতান্তই নিরীহ প্রাণী। ধবধবে সাদা জিরাফ আবার হয় নাকি? হয়, বিশেষজ্ঞরা বলছেন এটি একটি বিশেষ অবস্থা, এক ধরণের জিনগত দোষ। যার নাম লিউকিজম। এই অবস্থায় শরীরে রঞ্জক তৈরি হয় না। স্বাভাবিক ভাবেই কোনো রঙই তৈরি হয় না।


ভিডিওতে ধরা পড়েছে লেজ দুলিয়ে দুলিয়ে দুলকি চালে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে মা-মেয়ে। মা জিরাফ তো রীতিমতো পোজ দিচ্ছে ক্যামেরায়। মায়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খেয়ে যাচ্ছে খুদেটি। পিছিয়ে পড়ে শেষে দৌড়ে তবে নাগাল পেল মায়ের।

লিউকিজমের জন্য শারীরিক আর কোনও সমস্যাই হয় না। তবে যেটা হয়, সেটা হল, গায়ের রঙ ধবধবে হওয়ার জন্য খুব সহজেই জঙ্গলের মধ্যে চোখে পড়ে যায় এই জিরাফ। সমস্যা হয় আত্মরক্ষার ক্ষেত্রে। অধিকাংশ ক্ষেত্রেই এরা আফ্রিকার রাজাদের শিকারে পরিণত হয়। তারাঞ্জির জাতীয় উদ্যানে অবশ্য সাদা জিরাফ জন্মালেই বাড়তি সুরক্ষা দেওয়া হয় তাকে। ইশাকবিনিতে এখনও সে সব ব্যাবস্থা নেই। এবার মায়ে বেটিতে নিরাপদে থাকলে হয়।

giraffe
Advertisment