Raslila Night 2025: এই সেই কার্তিক পূর্ণিমার রাত! এরাতেই ঘটেছিল রাসলীলা, কী হয়েছিল সেরাতে?

Raslila Night 2025: কার্তিক পূর্ণিমার সেই অলৌকিক রাতে বৃন্দাবনের নিধুবনে অনুষ্ঠিত হয়েছিল শ্রীকৃষ্ণের রাসলীলা। জানুন এই দিব্য উৎসবের পিছনের তাৎপর্য।

Raslila Night 2025: কার্তিক পূর্ণিমার সেই অলৌকিক রাতে বৃন্দাবনের নিধুবনে অনুষ্ঠিত হয়েছিল শ্রীকৃষ্ণের রাসলীলা। জানুন এই দিব্য উৎসবের পিছনের তাৎপর্য।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Raslila Night: রাসলীলার রাত।

Raslila Night: রাসলীলার রাত।

Raslila Night 2025: কার্তিক মাসের পূর্ণিমার এই রাতকে বলা হয় রাসপূর্ণিমা বা রাসলীলা রাত। এই রাতেই শ্রীকৃষ্ণ বৃন্দাবনের নিধুবনে গোপীদের সঙ্গে এক অলৌকিক নৃত্য-লীলা করেছিলেন। ঠিক কী ঘটেছিল এই রাতে?

Advertisment

তখন শ্রীকৃষ্ণের বয়স মাত্র আট

তখন শ্রীকৃষ্ণের বয়স মাত্র আট। সেই রাতে তিনি বাঁশি বাজিয়ে গোপীদের আহ্বান জানান। যমুনার তীরে কদম গাছের নীচে সেই সুর ছড়িয়ে পড়েছিল বনভূমিজুড়ে। বাঁশির শব্দ শুনে গোপীরা সংসার, স্বামী, সন্তান, সমাজ— সব ত্যাগ করে দৌড়ে এসেছিলেন কৃষ্ণের কাছে। এই ত্যাগই রাসলীলার মূল বার্তা।

আরও পড়ুন- ঘুমাতে যাওয়ার আগে এটি দিয়ে মুখ ধুয়ে ফেলুন, মাত্র একবারে টের পাবেন পার্থক্য!

Advertisment

গোপীদের মধ্যে রাধা ছিলেন শ্রেষ্ঠ। কৃষ্ণ যখন রাধাকে কোলে তুলে নেন, তখন প্রেমের এক পরম পরিণতি ঘটে। কিন্তু, এরপর কৃষ্ণ লুকিয়ে পড়লে রাধার মন ভেঙে যায়। গোপীরা তখন গোপিকা গীত গেয়ে কৃষ্ণকে লুকোচুরি খেলা বন্ধ করে সামনে আসার অনুরোধ করেন। সেসব শুনে কৃষ্ণ গোপীদের সামনে আসেন। তিনি বলেন, 'তোমরা সংসার ছেড়ে চলে এসেছ, এটি ঠিক নয়।' কিন্তু গোপীরা উত্তর দেন, 'তোমার স্পর্শের পর সংসার মিথ্যা।' 

আরও পড়ুন- রান্নার আগে ডিম ধোয়া কেন জরুরি? জানুন, ডাক্তার কী বলছেন

তখনই শুরু হয় মহারাস। কোটি কৃষ্ণ, কোটি গোপী, একসঙ্গে একচক্রে যেন নৃত্যে মেতে ওঠেন। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হয়। যমুনার তরঙ্গ নেচে ওঠে। বৃন্দাবন মোহময় আলোয় ভরে যায়। মনে রাখা দরকার যে, রাসলীলা কেবল প্রেমের গল্প নয়। এটি আত্মা এবং পরমাত্মার মিলনের প্রতীক। এখানে কাম নয়, রয়েছে নিঃস্বার্থ প্রেম, যেখানে ভক্ত ভগবানে বিলীন হয়। এই কারণেই রাসপূর্ণিমা আজও ব্রজভূমিতে প্রেম-ভক্তির মহোৎসব হিসেবে পালিত হয়। 

আরও পড়ুন- গন্ধরাজে মাখা মালাই চিংড়ির অসাধারণ ঘরোয়া রেসিপি, মন ভরাবে সকলের

ভক্ত ও ভগবানের মিলনের এই লীলা ত্যাগেরও প্রতীক। বৈষ্ণবসমাজে রাসলীলা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব বিশেষ যত্নের সঙ্গে পালিত হয়। গৌড়ীয় বৈষ্ণব সমাজের অন্যতম কেন্দ্রভূমি নবদ্বীপে আবার এই রাস মানে শাক্ত ও বৈষ্ণবের মেলবন্ধন। রাস পূর্ণিমায় নবদ্বীপে ৩৩ কোটি দেবতার পূজা করা হয়। আর, এই পূজার অন্যতম দেবী হলেন গৌরাঙ্গিনী মাতা। তিনি নবদ্বীপের বৈষ্ণব সমাজের কাছে নবদ্বীপের দেবী হিসেবেও পরিচিতা। প্রায় ৪০০ বছর ধরে নবদ্বীপে গৌরাঙ্গিনী মাতার পূজা হয়ে আসছে।

Raslila night