Advertisment

কীভাবে কিকি চ্যালেঞ্জে মাতলেন এই বিমান চালিকারা?

ককপিটে কেউ না থাকা সত্ত্বেও কীভাবে সম্ভব হল এমনটা করা, এই ধোঁয়াশা কেটে যায় বিমান চালিকার শেয়ার করা একটি ভিডিও ক্লিপে।

author-image
IE Bangla Web Desk
New Update
pilot-kiki-challenge-moving-plane-759

এবার বিমানচালকরা মেতেছে কিকি চ্যালেঞ্জে।

মোমো চ্যালেঞ্জের ভীড়ে হারিয়ে গেছিল কিকি চ্যালেঞ্জ। কিন্ত আবারও চাগিয়ে উঠল সেই ট্রেন্ড। তবে এবার গাড়ি চালক নয়, সোজা বিমান চালক। বিমান চালানো শুরু করে লাফিয়ে নেমে পড়ে রানওয়েতে। তারপর যথারীতি কিকি চ্যালেঞ্জের নিয়ম মেনে নাচতে শুরু করা। কিন্তু এই কান্ড করার পর তাঁদের এখনও বিমান চালানোর লাইসেন্স আছে কী না, তা নিয়ে সংশয় শুরু হয়েছে। যদিও কিকি চ্যালেঞ্জের চূড়ান্ত পর্যায় এটি বলে দাবি করেছেন নেটিজেনরা। পাশাপাশি অনেকে বলেছেন, অমন বিমান ছেড়ে দিয়ে নাচতে লাগাটা যে ঘোর অপরাধ, সে বিষয়ে সন্দেহ নেই।

Advertisment

ইতিমধ্যে ভাইরাল সে ভিডিও। ককপিটে কেউ না থাকা সত্ত্বেও কীভাবে সম্ভব হল এমনটা করা, এই ধোঁয়াশা কেটে যায় বিমান চালিকার শেয়ার করা একটি ভিডিও ক্লিপে।

viral
Advertisment