Article Body: স্বাধীনতার পর দেশে কন্সটিটুয়েন্ট অ্যাসেম্বলি বা গণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ১৯৪৭-এর ৯ নভেম্বর। ২০৭ জন সদস্য যোগ দিয়েছিলেন অধিবেশনে। সংবিধান তৈরির ড্রাফটিং কমিটির মাথায় ছিলেন ‘ভারতীয় সংবিধানের রূপকার’ ভীম রাও আম্বেদকর। অবশেষে ১৯৪৯ এর ২৬ নভেম্বর গৃহীত হল ভারতীয় সংবিধান। চালু করা হল আরও মাস দুয়েক পর, ২৬ জানুয়ারি, ১৯৫০। ইতিহাসে দিনটি চিহ্নিত হয়ে গেল প্রজাতন্ত্র দিবস হিসেবে। সুতরাাং এই দিনটি নিয়ে যে আবেগের বশবর্তী হয়ে অনেক জনপ্রিয় উক্তি তৈরি হয়েছে একথা আলাদা করে বলতে হবে না। মুক্তিযোদ্ধাদের এরকমই কয়েকটি উক্তিতে চোখ বুলিয়ে নেওয়া যাক।
"রক্ত আমাকে দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব" - সুভাষ চন্দ্র বসু
"স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব।" - বাল গঙ্গাধর তিলক
"দেশপ্রেম ধর্ম এবং দেশপ্রেমই ভারতের জন্য ভালবাসা" - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
''ভারতবাসী হিসাবে একটা কথা মনে রাখা উচিত...নাগরিক হিসাবে তাদের যেমন অধিকার আছে তেমন কিছু কর্তব্যও আছে '' - সর্দার বল্লবভাই প্যাটেল
''সত্যমেব জয়তে'' - মদন মোহোন মালভ্য
''ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতার কোন মূল্য নাই'' -মহাত্বা গান্ধী
''আমার ভারত মহান'' - রাজীব গান্ধী
"দেশের শ্রেষ্ঠত্ব প্রেম ও আত্মত্যাগের মধ্যে রয়েছে যা জাতিদের নুপ্রাণিত করে" - সরোজিনী নাইডু
''সরফারোশি কি তামান্না অব হামারে দিল মে হ্যায়'' - রামপ্রসাদ বিসমিল
''সাম্রাজ্যবাদের বিনাশ হোক' - ভগত সিং
''পূর্ণ স্বরাজ'' - জওহরলাল নেহেরু