রাত বা দিনের কোনও ফারাক নেই ওঁদের জীবনে। জন্মের পর থেকেই কালোয় কাটছে দিন। সমাজের সমস্ত খুশীর আলো থেকেই ওরা ব্রাত্য। ওঁরা চোখে দেখতে পায় না, শুধু অনুভব করতে পারে ভালবাসার স্পর্শটুকু। রাসবিহারী লাইট হাউসের দৃষ্টিহীন কচি-কাচারা এভাবেই দিন কাটাচ্ছে জন্মের পর থেকেই। কেউ শুরু থেকেই অনাথ, কারও আবার পরিবার থেকেও নেই। লাইটহাউসই ওঁদের একমাত্র ঠিকানা। তবে এবার রাখীর স্বাদ থেকে বাদ যাবে না দৃষ্টিহীন ছেলে-মেয়েগুলোও।
আজ ২৫ অগাস্ট বিকেল ৪টে থেকে কলকাতার দ্য লাইট হাউজ ফর দ্য ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন ছেলেমেয়েদের সঙ্গে রাখীবন্ধন উৎসব পালন করবেন শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট। এদিন ব্লাইন্ড স্কুলের প্রায় ৫০ জন ছেলেমেয়েকে নিয়ে উৎসব আনন্দ ভাগ করে নেবে শারদীয়া। উপস্থিত থাকবেন শারদীয়ার টিম মেম্বার এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা। একে ওপরের হাতে রাখী বেঁধে পালন হবে রাখী বন্ধন উৎসব। বিগত বছরগুলোর মতো এ বছরও এই আয়োজন করেছে 'শারদীয়া'। চোখের নয়, মনের দর্শনেই সম্প্রীতির এই রাখীবন্ধন উৎসবকে সার্থকতার রূপ দিতে চেয়েছেন তাঁরা। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এদিন। থাকবে নাচ গান আবৃত্তি। ছাত্র-ছাত্রীরাই অংশ নেবেন অনুষ্ঠানে।
আরও পড়ুন: প্রাণের জন্য রাখী: কেরালার পাশে কলকাতার অপর খুদেরা
শারদীয়ার এক সদস্য অর্ণব দাশগুপ্তর কথায়, "এই প্রথম নয়, এর আগেও ওঁদের সঙ্গে সময় কাটিয়েছি আমরা, দোল উৎসব, দূর্গাপুজোও কেটেছে ওঁদের সঙ্গে। দৃষ্টিহীন ওই ছেলেমেয়েগুলোর মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। ওদের সঙ্গে উৎসবর আনন্দ ভাগ করতে পেরে আমরাও ভীষণ খুশী হই প্রতিবার।"