দিনের শুভারম্ভ ভালো খাবার দিয়ে হলে মন ভালো হয়ে যায়। তা যদি আবার সুস্বাদু হয়। তাহলে বানিয়ে ফেলুন মিনি উত্তাপাম। এক কাপ সুজি, হাফ কাপ দই, পরিমাণ মতো নুন, ৩/৪ কাপ জল দিয়ে নেড়ে ১৫ থেকে ২০ মিনিট রাখতে হবে। একটু তরল ও থকথকে করতে হবে উত্তাপাম ব্যাটার অর্থাত্্ গোলাটি।
View this post on InstagramA post shared by Meghna’s Food Magic (@meghnasfoodmagic) on
মিনি মশালা উত্তাপম
উপাদান
উত্তাপম ব্যাটার
লবণ
সাম্বার মশলা
কাটা গাজর
টমেটো ভালো করে কেটে নিন
ভালো করে কাটা পেঁয়াজ
ধনে পাতা
বানানোর পদ্ধতি
* উত্তাপম ব্যাটার নিন। অল্প নুন দিন।
* একটি নন-স্টিক প্যান গরম করুন।
* এক চামচ ব্যাটার নিয়ে তা প্যানে গোলাকার আকারে ছড়িয়ে দিন।
* এবার আঁচ বাড়িয়ে দিন।
* টুকরো টুকরো করে গাজর, পেঁয়াজ, টোমাটো, ধনে পাতা দিন
* চারিদিকে অল্প তেল দিন
* সাম্বার মশলা এবং এক চিমটি লবণ ছিটিয়ে দিন।
* উত্তাপমের উপরে ছোট ছোট ছিদ্র হলে বুঝবেন হয়ে এসেছে।
* নীচের অংশটি হলুদ হয়ে যাওয়ার পর উল্টে দিন।
এছাড়া আপনি যদি ঝাল করতে চাল তাহলে লঙ্কা ও চিলি ফ্লেক্স দিতে পারেন।
Read the full story in English