ত্বকের প্রয়োজনে অনেক কিছুই ব্যবহার করা হয়ে থাকে কিন্তু সেগুলি আদৌ প্রয়োজনীয় কিনা অথবা আপনার স্কিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেই বিষয়ে ধারণা আছে কি? স্কিনের দরকার পুষ্টি তাই সারাদিনে এক থেকে দুইবার টোনার লাগানো খুবই গুরুত্বপূর্ণ। তবে সব টোনার কি সবার জন্য উপুযুক্ত? টোনার ত্বকের নির্জীব ভাব দূর করে তার সঙ্গে একে ফ্রেশও রাখে। দোকান থেকে টোনার তো সবসময় কেনেন, কোনওদিন বাড়িতে বানানো টোনার ব্যবহার করেছেন? মাত্র দুটি উপকরণ আর সতেজতা একেবারে হাতের মুঠোয়।
সবসময়ই নিজের ত্বকের ধরন অনুযায়ী যেকোনও প্রসাধনী ব্যবহার করা উচিত। আর রূপচর্চায় যদি থেকে ঘরোয়া রুপটান, তাহলে তো কোনও কথাই নেই। মিন্ট টোনার খুব সহজেই যেমন বানানো যায়, তেমনই এর উপকারিতা চোখে পড়বে সহজেই। কারওর ত্বক শুষ্ক কারোর আবার তৈলাক্ত, সবার জন্য সবকিছু একেবারেই মানানসই নয়। তবে মিন্ট টোনার কিন্তু দুই ধরনের ত্বকেই ব্যবহার করা যেতে পারে।
বিউটি ব্লগার সেজাল গয়াল কীভাবে সহজেই মিন্ট টোনার বাড়িতে বানিয়ে ফেলা যায়, সেই সম্পর্কে উল্লেখ করেছেন। তাহলে জেনে নেওয়া যাক!
উপকরণ: পুদিনা পাতা (mint leaf) ও জল
পদ্ধতি:
• খুব ভাল করে প্রতিটি পাতা ধুয়ে নিন। যাতে ধুলোবালি এবং ময়লা না লেগে থাকে।
• দেড় কাপ জলে প্রায় তিন থেকে পাঁচ মিনিট পাতা সেদ্ধ করুন।
• জলটি ছেঁকে নিন, পাতাগুলি ফেলে দিন।
• ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিন।
যে বিষয়গুলি মনে রাখবেন:
• ফ্রিজে রাখতে একদমই ভুলবেন না।
• পাঁচ দিন মতোই সংরক্ষণ করবেন। তার বেশি না হওয়াই ভাল।
• যখনই খারাপ গন্ধ বেরোতে শুরু করবে তখনই ফেলে দিয়ে নতুন বানিয়ে নিন।
আরও পড়ুন অতিরিক্ত ওজন থেকে সহজেই মুক্তি! এই খাবারগুলি ম্যাজিকের মতো কাজ দেবে
কীভাবে ব্যবহার করবেন :
• কোনও কটন প্যাড কিংবা তুলো দিয়ে আলতো ভাবে লাগিয়ে নিন সম্পূর্ণ মুখে। তারপর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
• দিন এবং রাত উভয় সময়েই ব্যবহার করবেন।
উপকার: এই টোনার একেবারেই টক্সিক নয়, জৈব, প্যারাবেন মুক্ত, অ্যালকোহল মুক্ত। তাই এতে কেমিক্যালের পরিমাণ খুবই কম। ত্বক উজ্জ্বল হবে, মুখের নানান দাগ ফিকে করবে। অতিরিক্ত সিবাম এবং ব্যাকটেরিয়া দুর করে লোমকূপগুলো পরিষ্কার রাখতে এটি বেশ কার্যকরী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন