করোনা কালে ভাইরাসের দাপট সামলাতেই নাজেহাল স্বাস্থ্যকর্মীরা। তবে করোনা বাদে অন্য চিকিৎসা পরিষেবা পেতে কালঘাম ছুটছে রোগীদেরও। সঙ্কটের সময়ে এখন বেঁচে থাকাই যেন চ্যালেঞ্জ। ক্লিনিকে গিয়ে এখন একাধিক পরীক্ষা করাও এই মুহূর্তে মুশকিল।
তবে আপনার হাতে যদি থাকে মাত্র একটা চামচ, তাহলেই ম্যাজিক ঘটাতে পারেন আপনি। পেট হোক বা ফুসফুস- যেকোনো বিষয়ের সমস্যা শুরুতেই চিহ্নিত করে রাখতে পারলে বিপদ এড়ানো যায় সহজেই। এই বিষয়ে গাফিলতি করলেই কিন্তু সময় গড়িয়ে মারণ রোগ বাসা বাঁধে শরীরে। তবে ঘরোয়া উপায়ে এই রোগ অনেকটাই চিহ্নিত করে ফেলা সম্ভব। এমনটাই জানাচ্ছে, দেশের একাধিক প্রচারমাধ্যম।
এই পরীক্ষার জন্য শুধু প্রয়োজন একটা চামচ আর স্বচ্ছ প্লাষ্টিকের প্যাকেট। নিজের জিভের মধ্যে এমনভাবেই সেই চামচটিকে চেপে ধরতে হবে, যাতে মুখের লালা লেগে থাকে সেই চামচে। এবার সেই চামচ প্যাকেটে ভরে টেবিল ল্যাম্প বা সূর্যের আলোর নীচে মাত্র ১ মিনিটের জন্য রেখে দিন।
১ মিনিট পরে পরীক্ষা করুন চামচ। যদি দেখা যায় চামচে কোনো দাগ বা গন্ধ নেই, তাহলে বুঝতে হবে আপনি একদম স্বাভাবিক ও সুস্থ। তবে যদি সেই চামচ থেকে দুর্গন্ধ বেরোয় তাহলে বুঝতে হবে লিভার বা ফুসফুসে সমস্যা রয়েছে।
আর যদি মিষ্টি গন্ধ পান, তাহলে ধরে নিন আপনি মধুমেহ বা ডায়াবেটিসে আক্রান্ত। একই ভাবে ঝাঁঝালো গন্ধের অর্থ কিডনিতে গন্ডগোল।
গন্ধ ছেড়ে এবার বর্ণ পরীক্ষা করুন। চামচ যদি হালকা হলুদ এবং সাদা হয় ধরে নিতে হবে থাইরয়েডের সমস্যা রয়েছে। হালকা বেগুনি রঙের দাগের অর্থ বুকে সর্দি বা হাই কোলেস্টেরল। আর কমলা রং হলে চোখ বুজে বোঝায় কিডনির সমস্যা।
দাগ বা গন্ধে এরকম কোনও ইঙ্গিত পেলেই স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিন উপযুক্ত চিকিৎসার জন্য।