Netaji Subhaschandra Basu: আজও এই দেশ তাঁর জন্য হা-হুতাশ করে। দশকের পর দশক কেটেছে। কিন্তু, ভারতবাসী নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভুলতে পারেনি। আসলে পারা যায় না। কারণ, তিনি ছিলেন ভারতীয় মুক্তি সংগ্রামের মহানায়ক। শুধু বাঙালিই নয়। আবেগের অন্য নাম সুভাষচন্দ্র। একথা বলাই যায়। বিশেষ করে যখন অবাঙালিরাও নেতাজিকে নিয়ে গর্ব করেন। নেতাজির কাহিনিকে নিজেদের বক্তব্যে তুলে ধরেন। এখনও দক্ষিণ ভারতে নেতাজির নামে অনেকে সন্তানদের নাম রাখেন, সুভাষ। সেই ঘটনাও কিন্তু বিরল নয়।
- নেতাজির অন্তর্ধান আজও রহস্য।
- এখনও সব ফাইল প্রকাশিত হয়নি বলেই অভিযোগ।
- বর্তমান সময়ে নেতাজির অন্তর্ধান রহস্য বারবার আলোচনায় উঠে এসেছে।
নেতাজি একজন রাজনৈতিক চরিত্র। তাঁকে নিয়ে রাজনীতি হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু, তাঁর জীবনের সবচেয়ে বড় রহস্য হয়ে আছে যে নিরুদ্দেশ হয়ে যাওয়া, সেটাই এখন রাজনীতির মূল বিষয় হয়ে উঠেছে। নেতাজি ঠিক কোথায় গেলেন? তিনি অনেকের দাবিমত সাধু হয়ে ফিরে এসেছিলেন? নাকি বিভিন্ন উঠে আসা অভিযোগ অনুযায়ী সোভিয়েত রাশিয়ায় বন্দি ছিলেন? নাকি তিনি বিমান দুর্ঘটনাতেই মারা গিয়েছেন? এনিয়ে জল্পনা, গবেষণা আর রাজনীতির চাপানউতোর বা বিতর্ক ইদানিং বেড়েছে। বিশেষ করে তাঁর কিছু অপ্রকাশিত ফাইল প্রকাশের পর থেকেই।
মোদ্দা কথা হল, নেতাজিকে পালাতে হল কেন? কেন ভারতীয় নেতৃত্ব সেই সময় নেতাজির পাশে দাঁড়ালেন না? কেন তাঁরা সেই সময় নেতাজির বিরোধিতা করেছিলেন? এই প্রশ্নগুলো চিরকালই উঠবে। এগুলোকে চাপিয়ে বা দাবিয়ে রাখা যাবে না। ভুলিয়েও দেওয়া যাবে না। কারণ, যে কোনও সচেতন মানুষের কাছেই তা প্রাসঙ্গিক। নেতাজি তাঁর আজাদ হিন্দ ফৌজের বিভিন্ন ব্রিগেডের নাম, যে নেতাদের নামে করেছিলেন, সেই নেতারাই কিন্তু, বিরোধিতা করেছেন সুভাষচন্দ্রের। তাহলে কি নেতাজি মানুষ চিনতে ভুল করেছিলেন? তিনি যাঁদের বন্ধু ভেবে এসেছেন, তাঁরা কি তাঁর আদৌ সত্যিকারের বন্ধু ছিল?
আরও পড়ুন- নরেন্দ্র মোদী, মহাত্মা গান্ধীর মত কৌটিল্যও কি প্রভাবিত হয়েছিলেন রাম রাজত্বের ভাবনায়?
আর এক্ষেত্রেই চাণক্যের একটা কথা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে। চাণক্য যখন চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসানোর চেষ্টা চালিয়েছিলেন, তখন এমন ধরনের হাজারো গুপ্তশত্রুই তাঁর ও চন্দ্রগুপ্তের সর্বনাশ করতে চেয়েছিল। চাণক্য কিন্তু, এর প্রেক্ষিতেই বলে গিয়েছেন, 'দুষ্টা ভার্যা, শঠং মিত্রং ভৃত্যশ্চোত্তরদায়কঃ। সসর্পে চ গৃহে বাসো মৃত্যুরেব ন সংশয়।' যার বাংলা করলে দাঁড়ায় দুষ্ট স্ত্রী, প্রতারক বন্ধু, দুর্মুখ ভৃত্য আর সর্পযুক্ত গৃহে যিনি বাস করেন, তাঁর মৃত্যু অবধারিত, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। নেতাজির ক্ষেত্রে এই কথাগুলো কতটা সত্যি, তাঁর অনুরাগীরা ছাড়া কে আর বেশি ভালো বুঝবে?