গরমে শরীর মন ঠাণ্ডা রাখার একাধিক হদিস
তিলোত্তমা বদলাচ্ছে প্রতিনিয়ত। পাল্লা দিয়ে বদলাচ্ছে বাঙালির আড্ডার ধরনও। কফি হাউসের সেই আড্ডাটা-ই আজ নাম বদলে হ্যাং-আউট উইথ বাডিস। ইদানিং ফার্স্ট ডেট থেকে পাকা দেখা, এমনকি অফিসের টুকটাক মিটিং সেরে নেওয়ার ঠিকানা হিসাবেও আজকাল বেছে নেওয়া হয় সিসিডি বা টি জংশনকে। একদল এই সমস্ত বিলাসিতায় নাক সিঁটকোন, কিন্তু তাঁরা কফি হাউসে চারমিনার ধরালেও একদলের পছন্দ এখন স্টারবাকস কিংবা কেভেন্টারসই। চিল্ড এসির বিলাসিতা আর রিফ্রেসমেন্টই তাঁদের ভাললাগা। এই চাঁদিফাটা গরমে তাঁদের জন্য রইল সামার কুলারের কিছু কুলেস্ট হদিস। ঝালিয়ে নিন আড্ডার ঠিকানা।
চা বার: এখানকার নতুন সংযোজন বাবল টি এবং বাবল মিল্ক শেক। ১৬০ টাকায় বাবল টি এবং ১৮০ টাকায় মিলবে মিল্ক শেক। চা বারে রয়েছে প্রায় ১৫৫ রকম ফ্লেভারের বাবল চা এবং মিল্ক শেক। চা এবং মিল্ক শেকের ফ্লেভার তালিকায় রয়েছে ব্লুবেরী, চেরি, গ্রীন অ্যাপেল, ম্যাঙ্গো, প্যাশন ফ্রুট, পিচ রাস্পবেরী, স্ট্রবেরী এবং মিল্ক টি। তবে এখানের ক্রেতাদের পছন্দের তালিকার একেবারে প্রথমেই রয়েছে স্ট্রবেরি বাবল টি।
কেএফসি: কেএফসির ক্রাশার চাখেননি এমন মানুষ বোধহয় কমই আছেন। লেমন সহ একাধিক ফ্লেভারের অন্যান্য ক্রাশারের পাশপাশি তালিকায় অন্যতম স্ট্রবেরী সোয়ার্ল, চকো ল্যাস, আলফঁস বার্স্ট, দাম শুরু ১২৫ টাকা থেকে। কাজেই গরমের রিফ্রেশমেন্টের জন্য কম খরচে একেবারে আদর্শ জায়গা হল কেএফসি।
কেভেন্টারস: কেভেন্টারসের মিল্ক শেকের কথা কারোরই অজানা নয়। এখানে দুজনের জন্য খরচ ৩৫০ থেকে ৪০০ টাকা। ফ্রুট শেকের মধ্যে পাবেন আলফঁস ম্যাঙ্গো, এক্য়টিক স্ট্রবেরী, লাশাস ব্লুবেরী। কাস্টমাররা বেশি পছন্দ করেন চকোলেট শেকটাই।
ক্যাফে কফি ডে: শহরের প্রায় প্রতিটা মোড়েই দেখা মিলবে এই কফি শপের। বলা বাহুল্য, জেন ওয়াই-এর হ্যাংআউটের অন্যতম পছন্দের জায়গা ক্য়াফে কফি ডে। রিফ্রেশমেন্টের অন্যতম এই ঠিকানায় নতুন সংযোজন মিল্ক শেক। সুস্বাদুর পাশাপাশি পকেট ফ্রেন্ডলিও। দাম মাত্র ১০০ টাকা। আবার একটির সঙ্গে আরও একটি মিল্কশেক ফ্রি, বেছে নিন নিজের পছন্দ মত। তালিকায় রয়েছে আলফঁস ম্যাঙ্গো মিল্ক শেক, ক্লাসিক স্ট্রবেরী, কোকো কুকি মিল্কশেক ও কেশরি ডিলাইট মিল্কশেক।
স্টারবাকস: রাত ১২টা অবধিও এখানে অপেক্ষা করে রিফ্রেশমেন্ট। সারাদিনের কাজের পর একবার ঢুঁ মারতেই পারেন এখানে। দামটা কিছুটা বেশি হলেও মনের স্বাদ মিটবে ষোলোআনা। ব্র্যান্ড ভ্যালু যে নেহাত কম নয় একথা বলার অপেক্ষা রাখে না। এসপ্রেসো, ফ্রাপুচিনোর পাশাপাশি রয়েছে কোল্ড ব্রিউও। শুধু তাই নয়, নিজের পছন্দমত ফিউশন ড্রিঙ্কও মিলবে এখানে। আপনার চাহিদা অনুযায়ী আপনাকে বানিয়ে দেওয়া হবে ড্রিঙ্ক। সেরার তালিকায় রয়েছে ক্যাফে মিসটো, হোয়াইট চকোলেট মোকা, সল্টেড ক্যারামেল মোকা, এগন লাটে, টফি আমন্ডমিল্ক হট কোকো, ক্যারামেল ব্লু ফ্রাপুচিনো, টোস্টেট হোয়াইট চকোলেট মোকা। দুজনের খরচ ৫০০ থেকে শুরু।