Advertisment

সামার ডেস্টিনেশন: গরমে বেড়াতে যাওয়ার অফবিট কিছু জায়গা

ভাবছেন এই গরমে বেরিয়ে পড়লেই হয়। কিন্তু যাবেনটা কোথায়? তাহলে চট করে দেখে নিন এরকম কিছু অফবিট জায়গার হদিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হাতে গরমের ছুটি আছে, আছে রেস্তঁও। অথচ মনস্থির করা হচ্ছে না?

Advertisment

আপনাদের মত ভ্রমণপ্রেমীদের জন্য কিছু জনপ্রিয় এবং কিছু অফবিট ডেস্টিনেশনের তালিকা।

গুরেজ, জম্মু ও কাশ্মীর

২৫ ডিগ্রি

শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ, পহেলগাঁও। এ কটা জায়গায় জম্মু-কাশ্মীরের সকলের প্রধান গন্তব্য। নামমাত্র পর্যটকই অফবিট গুরেজ উপত্যকার দিকে পাড়ি দেন। প্রাচীন দর্দিস্তানের অংশ, সম্প্রতি ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় অবস্থিত গুরেজ সামরিকবাহিনী অধ্যুষিত। গুরেজের প্রায় পুরোটাই পড়ে সিল্ক রুটের মধ্যে। চোখ ও মনের বিশ্রাম চাইলে গুরেজের চেয়ে ভাল জায়গা আর কিছু হতে পারে না। চিকণ সবুজ আর খরস্রোতা কিষাণগঙ্গা নদির দৃশ্যাবলী তে আছেই, আছে চুলাইল উপত্যকার ফিশিং আর ক্যাম্পিংয়ের সুযোগ। এ পথ ট্রেকারদের কাছে স্বর্গ। স্থানীয় দর্দ-শিন সংস্কৃতির আস্বাদ নিতে নিতে কাশ্মীরী কবির নামাঙ্কিত হাব্বা খাতুন পর্বতের দিকে তাকান। বলা হয়ে থাকে, হাব্বা খাতুন এখনও তাঁর প্রেমিককে খুঁজেই চলেছেন।

পর্তুগাল

২২ ডিগ্রি সেলসিয়াস।

ভাবতেই পারেন পয়সা ইউরোতে কনর্ভাট করে বেড়াতে যাবেন, এত বিলাসিতা সইবে তো? তবে সেই বেড়ানোটা যদি আপনার সাধ্যের মধ্যে হয় তাহেল শুভস্য শ্রীঘ্রম। জায়গাটা পর্তুগাল। মে আর জুনের সময়টা একেবারে যথাযথ এখানে ঘুরে আসার জন্য। এইসময়ে হোটেল যেমন সস্তায় পাওয়া যায় সেরকমই পর্যটকদের বেড়ানোর জন্য চমৎকার জায়গাও থাকে। অ্যালগ্রেভ এলাকার সমুদ্র, সূর্য আর বালুকাময় অ্যালগ্রেভ এলাকা আছে, রয়েছে লিসবন আর সিনাত্রা এলাকার স্থানীয় সংস্কৃতি ও খাদ্য। ছবির মতো পোর্তো এলাকার মিষ্টি স্বাদের ওয়াইন চেখে দেখতে পারেন। ট্রেকিং পছন্দ করলে পাড়ি দিতে পারেন উত্তরে।

দক্ষিণ কোরিয়া

২৪ ডিগ্রি সেলসিয়াস।

আপনি যদি ওলিম্পিকের ভক্ত হন তাহলে তো পিয়ংইয়ং ও সিওলের কথা শুনেই থাকবেন। কিন্তু এ দেশ সেখানেই শেষ নয়। আবিষ্কার করার মতো অনেক কিছু রয়েছে এখানে। সিওলে রয়েছে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন। সেজে গুজে পপ শুনতে শুনতে দেখে নিতে পারেন জোয়োনবুকগাঙ ও চ্যাঙদোয়েকগাঙের ট্র্যাডিশনাল স্থাপত্য। আর যাঁরা খেতে ও শপিং করতে ভালবাসেন তাঁদের জন্য তো এ জায়গা প্রায় স্বর্গ।  যদি নিস্তব্ধতা আপনাকে টানে, তাহলে চলে যেতেই পারেন ইয়েওংগ্রাম গুরিম গ্রামে। এখানেই রয়েছে বিখ্যাত ওয়ালচয়ুসান ন্যাশানাল পার্ক। একইভাবে চোখে পড়বে বুসানের সমুদ্রতট ও ঐতিহাসিক স্থাপত্য এবং জেহু-র সেমি-ট্রপিক্যাল আইল্যান্ড। ট্রেকিং করতে চাইলে চলে যেতে হবে হাল্লাসানের দিকে। সেখানে রয়েছে বেশ কয়েকটা জলপ্রপাত। মে মাসের শেষ মানেই চেরির সিজন।

দক্ষিণ ইতালি

২৫ ডিগ্রি সেলসিয়াস।

ভারতীয়দের জন্য ইতালিয়ান সংস্কৃতি ভীষণ কাছের। আর তার একমাত্র কারণ খাবার ও পরিজন। ইতালী মানেই মানুষ ঘুরতে যায় রোম, ভেনিস, ফ্লোরেন্স কিন্তু বিশ্বাস করুন দক্ষিণ ও উত্তর-মধ্য ইতালীও বেশ। রোম ও পিসা তো অবশ্যই যাবেন, তা ছাড়াও তালিকায় রাখতে পারেন বারির সুন্দর রাস্তা হয়ে, লেসে ঘুরে আমালফি কোস্টের দিকটা। মাঝে চেখে নিন কোনও টেরেস ক্যাফেতে ইতালিয়ান খাবার।

ভারতীয়দের কাছে ইতালিয় সংস্কৃতি অচেনা লাগবে না। তার দুটো কারণ। ইতালিয়রাও দুটো জিনিসের সঙ্গে বাঁচেন। এক হল খাবার আর দ্বিতীয় হল পরিবার। অধিকাংশ মানুষজনই রোম ভেনিস ও ফ্লোরেন্সে বেড়াতে গেলেও এ দেশটাকে ভালভাবে জানতে গেল দক্ষিণ ও উত্তর-মধ্য এই দুভাগে ভাগ করে নেওয়াই ভাল।  রোম, ভেনিস ও ফ্লোরেন্স তো আছেই, একই সঙ্গে বারি ও আমলাফি উপকূলের চমৎকার রাস্তা ধরে এগিয়ে চলুন, স্বাদ নিন দুর্ধর্ষ ইতালিয় খাবারের, এবং, কাফের ছাদ থেকে দেখুন সমুদ্রের ঢেউ। নৈশজীবন নিয়ে কৌতূহল থাকলে কাপ্রি ঘুরে আসুন। সিসিলির প্যালেরমো এলাকায় ফুডগ্যাজমের অভিজ্ঞতাও স্মরণীয় করে রাখতে পারেন।

পেরু

গড় তাপমাত্রা- ২০ ডিগ্রি সেলসিয়াস।

যাচ্ছেনই যখন নিদেনপক্ষে ১০-১৫ দিন থেকে আসুন। আন্দিজ পাহাড়ে মাচু পিচুর প্রাচীন স্থাপত্য যেন মিস করবেন না। ইনকা ট্রেলে হণ্টনের জন্য পারফেক্ট টাইম মে থেকে সেপ্টেম্বর।

পেরুর প্রাকৃতিক বিস্ময়গুলির কথাও ভুললে চলবে না। ঘুরে আসতে পারেন কুসকো- ইনকা সংস্কৃতির পীঠস্থান, টিটিকাকা হ্রদ, আর আমাজনের অরণ্য থেকে।

এসব জায়গা কেউ আপনার পদক্ষেপের অপেক্ষায় আছে, কেউ ডাকছে হাতছানি দিয়ে।

travel tips destinations
Advertisment