/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Tata-Bsnl.jpg)
প্রতীকী ছবি।
BSNL-TATA: এবার স্বনামধন্য সংস্থা Tata ভারত সঞ্চার নিগম বা BSNL-এর সঙ্গে বিরাট গাঁটছড়া বাধার পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে টেলিকমিউনিকেশন (টেলিকম) শিল্পে ফিরে আসার নতুন পরিকল্পনা করছে রতন টাটার সংস্থা। BSNL-কে 3G থেকে 4G পরিষেবাতে রূপান্তর সহ দেশের গ্রামীণ এলাকায় উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করাই এই সন্ধির মূল লক্ষ্য।
সম্প্রতি, অত্যাধুনিক ডেটা সেন্টারের বিকাশের উদ্যোগে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) BSNL-কে ১৫ হাজার কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। টাটা গ্রুপের বিনিয়োগটি মূলত চারটি অঞ্চলে ফোকাস করে টেলিকম অবকাঠামোতে অগ্রগতি আনতে চায়।
তবে এই বিষয়টির খবর ছড়িয়ে পড়ার পর থেকে, TATA দ্বারা BSNL অধিগ্রহণের বিষয়ে গুজব রয়েছে। এই পদক্ষেপটি একটি অধিগ্রহণের পরিবর্তে একটি কৌশলগত বিনিয়োগ মাত্র। এই সহযোগিতা শুধুমাত্র টেলিকম সেক্টরে TATA-এর প্রত্যাবর্তনকেই চিহ্নিত করে না বরং দেশের টেলিকম পরিকাঠামোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে BSNL-কে একটি বড় উৎসাহ প্রদান করে।
সম্প্রতি, ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম সংস্থা Jio, Airtel এবং Vodafone শুল্ক বৃদ্ধি করেছে চড়া হারে। তারই জেরে বহু গ্রাহক এখন সস্তায় মোবাইল পরিষেবা উপভোগ করতে BSNL-কে বেছে নিচ্ছেন। এবার রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থার সঙ্গে টাটার সন্ধি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেই মত ওয়াকিবহাল মহলের।