Advertisment

Teachers Day 2020 Quote, wishes: শিক্ষক দিবসের একগুচ্ছ শুভেচ্ছা বার্তা

যে সময়টাতে আমাদের গড়ে তোলার কারিগর হিসাবে ছিলেন শিক্ষকরা। আজও তাঁরা তাঁদের বিরামহীন জ্ঞান উজাড় করে দিয়ে গড়ে যাচ্ছেন একের পর এক ছাত্রছাত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আমরা যা শিখেছি,যতটা জেনেছি তার অধিকাংশটাই শিখিয়েছেন আমাদের শিক্ষকরা। সফলতার পিছনে থাকে শিক্ষকের অবদান। যাঁদের ওপর ভর করে মাথা তুলে দাঁড়াই আমরা। ৫ সেপ্টেম্বরের দিনটি তাঁদেরকেই সম্মান করতে পালন করা হয় প্রত্যেক বছর।

Advertisment

শুধু পুঁথিগত বিদ্যাই নয়, শিক্ষকদের থেকে যে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা অর্জন করি, তা জীবনের বাকি দিনগুলোতে বহন করে থাকি আমরা। স্কুলের গন্ডি পার করার পর কম বেশি আমরা সকলেই বারংবার ফিরে দেখি ফেলে আসা স্কুলের দিন। হ্যাঁ, ঐ দিনগুলোই বেশ ছিল, পরীক্ষার টেনশন, হাজার বকুনি, চোখ রাঙানির বেড়াজাল দেওয়া ঐ চনমনে অতীতকে আজ খুব ভালো সময় বলে মনে হয়। যে সময়টাতে আমাদের গড়ে তোলার কারিগর হিসাবে ছিলেন শিক্ষকরা। আজও তাঁরা তাঁদের বিরামহীন জ্ঞান উজাড় করে দিয়ে গড়ে যাচ্ছেন একের পর এক ছাত্রছাত্রী।

* এবিসি থেকে শুরু করে লাল, সাদা এবং নীল, ইতিহাস থেকে শুরু করে অঙ্ক- সমস্ত কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ! শুভ শিক্ষক দিবস!

* শিক্ষক আমাদের হাত ধরেন, মনের দরজা খোলেন, হৃদয় স্পর্শ করেন। আপনাকে সত্যিই ধন্যবাদ! শুভ শিক্ষক দিবস!

* T হল ট্যালেন্ট,E হল এডুকেশন, Aহল আচরণ,C হল চরিত্র,H হল ঐক্য,E হল দক্ষ,R হল সম্পর্ক! শুভ শিক্ষক দিবস!

* শুভ শিক্ষক দিবস! আমি আজ যা, তা আপনার অনুপ্রেরণাতেই। আমার পরামর্শদাতা হয়ে আমাকে এভাবে পরিচালনা করার জন্য আপনাকে ধন্যবাদ!

* আমার মধ্যে কৌতূহলের বীজ রোপণ করে আমার কল্পনাকে দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আজ যা তা আপনার জন্যই! শুভ শিক্ষক দিবস!

* সারা জীবন এভাবে আমাকে দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ! শুভ শিক্ষক দিবস!

* ভাল শিক্ষকের কারণেই সাধারণ পড়ুয়াও অসাধারণ কাজ করে ফেলে। আমার শিক্ষক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ! শুভ শিক্ষক দিবস!

* আমার উদ্বেগের কারণ জানতে চেয়েছেন যিনি, আমাকে জ্ঞানের পথে চালিত করেছেন যিনি, জীবনের দিশা ঠিক করেছেন যিনি তাঁকে আজকের দিনে জানাই শুভ শিক্ষক দিবস!

* নিজেদের সময়, শক্তি, এবং ভালোবাসার বিনিময়ে আমাদের শিশুদের শিক্ষিত করে তোলার জন্য হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ! শুভ শিক্ষক দিবস!

* সেরা শিক্ষক হৃদয় থেকে শিক্ষা দেন, বই থেকে নয়। এমন চমৎকার শিক্ষক হিসেবে আপনাকে পেয়েছি। শুভ শিক্ষক দিবস!

...........সংগৃহীত.........

Teachers Day
Advertisment