Advertisment

জীবনের ঝুঁকি কমাতে সঙ্গী হোক কুকুর, বলছে সমীক্ষা

যারা বাড়িতে একা থাকেন তাঁদের এমনিতে শারীরিক সমস্যা হলে তা গুরুত্বর আকার ধারণ করতেই পারে। তবে বয়স্ক মানুষের সঙ্গে যদি কুকুর থাকে, তবে সচলতা অনেক বেশি থাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সম্প্রতি এক সমীক্ষায় ধরা পড়েছে কুকুর পুষলে মনিবরা দীর্ঘ আয়ু পান। দ্য আমেরিকান হার্ট অ্যাসোশিয়েশন জার্নাল এই সমীক্ষা করেছে। বিশেষ করে যে সমস্ত রোগী হৃদরোগ অথবা স্ট্রোকে আক্রান্ত হয়েছে, তাঁদের ক্ষেত্রে এই উপায় খুবই কার্যকর বলে জানিয়েছে সমীক্ষার ফলাফল।

Advertisment

বাড়িতে পোষা কুকুর রয়েছে এমন মানুষের সঙ্গে যাদের কুকুর নেই, তাঁদের নিয়ে একটা তুলনামূলক বিচার করা হয়েছিল। ১লক্ষ ৮২ হাজার মানুষ যারা কখনও না কখনও হৃদরোগে আক্রান্ত হয়েছিল, তাঁদের নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছে এদের মধ্যে মাত্র ৬ শতাংশের হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক হয়েছিল। সমীক্ষায় অংশ নেওয়া সবাই সুইডেনের বাসিন্দা। সমীক্ষায় বলা হয়েছে বাড়িতে কুকুর থাকলে শারীরিক সক্ষমতা থাকে, তার ফলে রোগী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা খুব কমই ঘটে।

আরও পড়ুন, হার্ট সুস্থ রাখতে নিয়মিত কী করতে হবে, জেনে নিন

যারা বাড়িতে একা থাকেন তাঁদের এমনিতে শারীরিক সমস্যা হলে তা গুরুত্বর আকার ধারণ করতেই পারে। তবে বয়স্ক মানুষের সঙ্গে যদি কুকুর থাকে, তবে সচলতা অনেক বেশি থাকে। সে ক্ষেত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটার সম্ভাবনা ৩৩ শতাংশ কমে যায়। আর পোষ্যের বদলে যদি সঙ্গীর সঙ্গেই থাকেন, তবে মৃত্যুর সম্ভাবনা কমে ১৫ শতাংশ।

স্ট্রোক হয়েছে এমন রোগীর হাসপাতালে  ভর্তি হওয়ার পর মৃত্যুর ঝুঁকি কমে যায় ২৭ শতাংশ। পোষ্যের বদলে এ ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে থাকলে ঝুঁকি কমে মাত্র ১২ শতাংশ।

Advertisment