ব্লাশ অন লাগান না কিংবা ব্রণ নেই, অথচ মুখ প্রচন্ড লাল? কেন কোনও দিন ভেবে দেখেছেন? নেপথ্যে কারণ কিন্তু অনেককিছুই হতে পারে। মুখের চামড়া ভীষণ মাত্রায় লাল হওয়ার পেছনেই অনেক কিছু গুরুতর ভূমিকা নিতে পারে। তার মধ্যে শারীরিক কিছু গাফিলতি যেমন রয়েছে তেমনি চামড়ার অনেক সমস্যাও রয়েছে। এই সম্পর্কেই জানাচ্ছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডা গীতিকা গুপ্তা।
Advertisment
তিনি বলছেন, মুখ সবসময় লাল থাকা কিংবা কোনও কারণ ছাড়াই গরম থাকা বেশ সমস্যার বিষয়। অনেকেই এর আসল কারণ ধরতে পারে না। তবে নিচের উল্লিখিত কারণ গুলোই আপনার সমস্যার নেপথ্যে ভূমিকা নিতে পারে। সেগুলি কী কী?
Rosacea :- এটি একটি এমন চামড়ার রোগ যে কারণে মুখে লাল ছোপ কিংবা দাগ অনায়াসেই দেখা যেতে পারে। কারণ, সূর্য রশ্মি, ঝাল খাবার, স্কিনে সহ্য না হওয়া প্রসাধনী এবং আরও অনেক কিছুই। এই জাতীয় সমস্যা ভীষণ মাত্রায় স্কিনকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। মাঝে সাজে ফুলেও যায়, তাই প্রয়োজনে চিকিৎসা করান।
অ্যালার্জিক কন্ট্রাক্ট ডার্মাটাইটিস :- এমন কিছু বস্তু কিংবা খাবার অথবা আশেপাশের কিছু যেটির সংস্পর্শে এলে আপনার অ্যালার্জির মাত্রা বাড়তে থাকে। সেটির কারণেও মুখের লাল ভাব ক্রমাগতই চাগাড় দিয়ে ওঠে। তাই নিজের ব্যবহারের জিনিস পরিষ্কার রাখুন।
সূর্যের প্রখর তেজ :- সূর্যের প্রখর তেজ কিন্তু ভয়ানক! এর থেকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারেন ফর্সা ত্বকের ব্যক্তিরা। এর থেকে রক্ত কোষগুলি উত্তপ্ত হয়ে যায় ফলেই স্কিন লাল এবং অ্যালার্জির কবলে পড়তে পারে।
মাইগ্রেন :- এই কারণেও মুখ লাল হয় আগে জানতেন? মাইগ্রেন থেকেও নাক সংলগ্ন এলাকা হতে পারে লাল। বিশেষ করে অ্যালার্জির মত সমস্যা এটিকে বাড়িয়ে তোলে।
টপিক্যাল স্টেরয়েড :- যদি এই জাতীয় কোনও প্রসাধনী অথবা দ্রব্য সামগ্রী স্কিনে কেউ অত্যধিক ব্যবহার করেন, তাহলে খুব সমস্যা এবং ত্বক লাল হতেই পারে।
ডায়াবেটিস :- এর কারণেও বুক, পিঠ এবং মুখের চামড়ায় লালভান থাকতে পারে। তাই সতর্ক থাকুন, চিকিৎসা করুন।
পোস্ট ইনফ্লেমেটরি এরিথেমা :- যতই আপনার স্কিনের সমস্যা দূরে যাক, বিশেষ করে ব্রণ - এর দূরীকরণে যে ওষুধ ব্যাবহার করা হয়, সেটি যদি ঠান্ডা জল দিয়ে ভাল করে না ধোয়া হয় তবে পরবর্তীতে লেয়ার পড়তে পড়তে জ্বলুনি অনুভূত হতে পারে। তাই এই জাতীয় সমস্যায় চিকিৎসকের সঙ্গে কথা বলুন।