Advertisment

কাল থেকে এই দশটা অতি চেনা জিনিস নিষিদ্ধ হচ্ছে দেশ জুড়ে

২০২২ সালের মধ্যে ভারতকে প্লাস্টিকমুক্ত করতে এই পদক্ষেপ বলে দাবি করেছে কেন্দ্র। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অলংকরণ- অভিজিত বিশ্বাস

দেশ জুড়ে প্লাস্টিকের ব্যবহার কমাতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে আগামী ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিন  থেকে  নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিকজাত একাধিক পণ্য। ২০২২ সালের মধ্যে ভারতকে প্লাস্টিকমুক্ত করতে এই পদক্ষেপ বলে দাবি করেছে কেন্দ্র।

Advertisment

আসুন, দেখে নেওয়া যাক কী কী পণ্য একেবারে নিষিদ্ধ হতে চলেছে ?

১) জল এবং অন্যান্য নরম পানীয়ের বোতল (২০০ এম এলের কম)

২) প্লাস্টিকের ইয়ার বাডস (কান খোঁচানোর কাঠি)

৩) প্লাস্টিকের স্ট্র, কফি এবং চায়ের সিপার

৪) ১০০ মাইক্রনের কম পুরু প্লাস্টিকের ব্যানার

আরও পড়ুন, ‘স্বাস্থ্য পরিষেবায় প্লাস্টিক অপরিহার্য, নিষেধাজ্ঞায় সমস্যার সমাধান হবে না’

৫) প্লাস্টিকের পতাকা, বেলুন, লজেন্সের মোড়ক

৬) থার্মোকল, যা দিয়ে বৈদ্যুতিন গ্যাজেট মোড়ানো হয়

৭) সিগারেট বা সিগারেটের পুড়ে যাওয়া অংশ

৮) ফোমের কাপ-প্লেট-বাটি

৯) ৫০ মাইক্রনের কম পুরু প্লাস্টিক

১০) ১৫০ এম এল অথবা ৫ গ্রামের কম পুরু প্লাস্টিকের পাত্র, কাপ-গ্লাস

indian railway plastic free
Advertisment