Advertisment

'ঈশ্বরকে' পথ ছাড়তে বছরে দু'বার উড়ান থামায় কেরালার এই বিমানবন্দর!

তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দির থেকে বছরে দু'বার 'আত্তারু' (স্নান যাত্রা) যাত্রার আয়োজন হয়। এ সময় ভক্তবৃন্দ বিমানবন্দরের মূল রানওয়ের উপর দিয়ে শঙ্খুমুকম সৈকতের দিকে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিমানবন্দর তৈরি হওয়ার অনেক আগে থেকেই ওই এলাকার উপর দিয়ে 'আত্তারু' যাত্রা হয়ে আসছে।

তিরুবনন্তপুরম বিমানবন্দরের মূল রানওয়ের উপর দিয়ে কয়েক ঘণ্টা মন্দিরের একটি শোভাযাত্রা যাবে বলে বুধবার বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকল কেরালার এই ব্যস্ততম রানওয়ে। কয়েক দশক ধরেই এই রীতি চলে আসছে। আর এ জন্য ওই নির্দিষ্ট সময়ে বন্ধ থাকছে উড়ান।

Advertisment

তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দির থেকে বছরে দু'বার 'আত্তারু' (স্নান যাত্রা) আয়োজন হয়। এ সময় ভক্তবৃন্দ বিমানবন্দরের মূল রানওয়ের উপর দিয়ে শঙ্খুমুকম সৈকতের দিকে যান। পাইনকুনি এবং আলপাসসি উৎসবের সময় এই আয়োজন হয়। ট্রাভাঙ্কোর বংশের শেষ রাজা চিথিরা থিরুনাল বালা রামা ভার্মার সময় থেকেই এই দুই উৎসব পালিত হয়ে আসছে। ফলে, বিমানবন্দর তৈরি হওয়ার অনেক আগে থেকেই ওই এলাকার উপর দিয়ে 'আত্তারু' যাত্রা হয়ে আসছে। আর তা এখনও অপরিবর্তিত রয়েছে।

'আত্তারু' উপলক্ষে তিরুবনন্তপুরম মন্দিরের দেবতাকে 'গরুড় বাহনে' করে নিয়ে যাওয়া হয়। সুসজ্জিত হাতি ও বাদ্যযন্ত্র নিয়ে ফি বছর এই স্নান যাত্রায় অংশ নেন শতাধিক ভক্ত। শঙ্খুমুকম সৈকতে পৌঁছে স্নান সম্পন্ন হওয়ার পর ফের ওই পথ দিয়েই (রানওয়ের উপর দিয়ে) ফিরে আসা হয় শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে। ফেরার পথে অন্ধকার নেমে এলে মশাল জ্বালিয়ে পথ দেখানো হয় দেবতাকে। ট্রাভাঙ্কোর বংশের প্রতিনিধিরা এখনও এই যাত্রায় অংশ নেন।

আরও পড়ুন: হাশিমপুরা গণহত্যা মামলায় সাজাপ্রাপ্তদের রক্ষার ব্যবস্থা নিন, যোগী আদিত্যনাথকে আর্জি হিন্দু সংগঠনের

বিমানবন্দর সূত্রে খবর, প্রতি বছর স্নানযাত্রার আগে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট সময়ে বিমান ওঠানামা বন্ধ থাকে।

Read the full story in English

kerala
Advertisment