বুড়ো হাড়ের ভেল্কি বোধহয় একেই বলে! মাঝআকাশে লাফ মেরে পাখির মতো উড়ে তিনি এখন সবার প্রিয় দিদা। বয়স তাঁর ১০২, তাতে কী! জ্যাকেট পরে, হাতে লাঠি নিয়ে চপারে উঠলেন তিনি। তারপর মাঝআকাশে চপার থেকে ঝাঁপ দিয়ে স্কাইডাইভ করলেন। আকাশে চষে বেরিয়ে স্বমহিমায় নীচে নেমে এসেই নাতিকে জড়িয়ে ধরলেন ওই বৃদ্ধা। যে ভিডিও এখন টক অফ দ্য টাউন।
Advertisment
বয়স যে কোনও ফ্যাক্টর নয়, সেকথাই ফের প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার আইরিন ও’শে। ১০২ বছর বয়সে স্কাইডাইভ করে তিনি নজির করেছেন। ১৪ হাজার ফুট থেকে লাফ মেরে স্কাইডাইভ করেছেন আইরিন। সঙ্গে অবশ্য ছিলেন তাঁর ২৪ বছর বয়সী প্রশিক্ষক। এবিসি নিউজ সূত্রে এমনই খবর। ১০২ বছর বয়সে স্কাইডাইভিং করে নয়া রেকর্ড করেছেন ওই শতায়ু।
তবে এই প্রথমবার যে তিনি স্কাইডাইভ করলেন তা কিন্তু নয়। এর আগেও আকাশে উড়েছেন আইরিন। দু’বছর আগে তাঁর জন্মশতবর্ষে প্রথমবার স্কাইডাইভ করেছিলেন তিনি। তবে তাঁর এই স্কাইডাইভিং কিন্তু শুধুই শখ নয়। এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল আইরিনের মেয়ের। এরপরই মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে মোটর নিউরন রোগ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিলেন মা। তাঁর এই স্কাইডাইভিংয়ের অন্যতম কারণই হল রেকর্ড গড়ার পর যে টাকা মিলবে তা একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেবেন। যে সংস্থাটি মোটর নিউরন রোগাক্রান্তদের নিয়ে কাজ করে।