মুখের লোম কিন্তু অনেকেই পছন্দ করেন না। তার কারণ অনেক কিছুই হতে পারে। কেউ কেউ বলেন মেকআপ ঠিকভাবে বসে না, আবার অনেকেই বলেন ব্লেন্ডিং হতে অসুবিধে হয় আবার কেউ বলেন অতিরিক্ত ঘাম হয় মুখে লোম থাকলেই। কেউ কেউ আবার স্টাইল সেগমেন্ট এই কারণেই লোম রাখতে পছন্দ করেন না!
তবে উপায় হিসেবে অনেকেই লেজার ট্রিটমেন্ট কিংবা ওয়াক্সিং এগুলোকেই বেছে নেন। ফলেই স্কিনের সমস্যা কিন্তু একেবারেই পিছু ছাড়ে না। অনেকেই বলেন বেশ কিছুদিন পর থেকে স্কিনে লেজারের দরুন ছোপ ছোপ দাগ পড়তে থাকে, আবার ওয়াক্সিংয়ে মুখের লোমের গোড়া নাকি পুড়ে যায়। স্কিন ভালর পরিবর্তে উল্টে খারাপ আকার নিতে থাকে। সেই কারণেই আয়ুর্বেদের থেকে ভাল পদ্ধতি আর কিছুই হয় না।
যুগ আগে এই পদ্ধতিগুলি বেশি প্রচলন ছিল কারণ তখনকার দিনে এত অত্যাধুনিক ব্যবস্থা যেমন ছিল না তেমনই এর উপাদানগুলি সহজেই মিলত। তাছাড়াও এগুলি ব্যবহার ছিল উপযোগী এবং কোনও পারিপার্শ্বিক এফেক্ট ছিল না। তাই ৪টি বেস্ট আন-ওয়ান্টেড হেয়ার রিমুভাল প্যাক তোমাদের জন্য!
• পেঁপে এবং হলুদ : পেঁপেতে পাপাইন থাকে যেটি লোম তুলতে দারুণ কাজ দেয় আর হলুদ স্কিনে গ্লো নিয়ে আসে তাই এই হ্যাক ট্রাই করতে পারেন। একটি পেঁপের টুকরো কেটে নিন। সেগুলিকে একেবারেই স্ম্যাশ করে নিয়ে পেস্ট তৈরি করুন, মিশিয়ে নিন আধা চামচ হলুদ। মিশ্রণটি মুখে লাগিয়ে মাসাজ করুন ১০ মিনিট মতো। তারপরে রেখে দিন। সপ্তাহে দুইদিন ব্যবহার করলে ভাল ফল পাবেন।
• ডিম এবং কনস্ট্র্যাচ : একটি ডিম এবং এক চামচ কর্ন স্টার্চ মিশিয়ে একেবারে মিশিয়ে নিন। সেটি ভাল করে মুখে লাগিয়ে নিন। একেবারে শুকিয়ে গেলেই মাস্কের একদিক আলগা করুন একে তুলে ফেলার চেষ্টা করুন। একটু ব্যথা লাগতে পারে তবে এটি আপনার স্কিনের জন্য বেশ ভাল। ডিমের সাদা অংশ এমনিই মৃত কোষ এবং লোমকূপ তুলতে ভাল কাজ দেবে।
• জিলেটিন এবং দুধ : জিলেটিন ফেসিয়াল হেয়ার রিমুভ করতে দারুণ কার্যকরী। এক টেবিল চামচ জিলেটিন এবং তাতে তিন টেবিল চামচ দুধ সঙ্গে হাফ চামচ লেবুর রস মিশিয়ে গরম করে নিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। একটি ঠান্ডা হলেই অল্প মোটা আকারে এটি মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলেই এটিকে আস্তে আস্তে তোলার চেষ্টা করুন। মুখ পরিষ্কার হবে এবং স্কিন ভাল হবে।
• ওটস, মধু এবং লেবুর রস : এক চামচ ওটস, দুই চামচ মধু এবং এক চামচ লেবুর রস ভাল করে ব্লেন্ড করে নিয়ে একটু মিশ্রণ তৈরি করুন। সেটিকে গোটা মুখে লাগিয়ে নিন পাতলা করে। দেখবেন এটি ভাল কাজে দেবে। এটি সপ্তাহে দুইদিন ব্যবহার করেই উপকার পাবেন।
চিন্তা রইল না আর! মুখের লোম থেকে রেহাই মিলবে সহজেই!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন