AC Machine: ইদানিং মাত্রাতিরিক্ত গরমের কারণে AC-র চাহিদা বিপুলভাবে বেড়ে গিয়েছে। শহর থেকে জেলা, দাবদাহের কালে এয়ার কন্ডিশনার মেশিন কেনার রীতিমতো হিড়িক পড়ে যায়। তবে কয়েকটি জিনিস না বোঝার কারণে AC মেশিন থেকে বড়সড় বিপদের আশঙ্কাও থাকে। সেই বিপদগুলি এড়াতে আপনার করণীয় জিনিসগুলি সম্পর্কে জেনে নিন এই বিশেষ প্রতিবেদনে।
জ্বালাপোড়া গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। ভ্যাপসা গরম হোক কিংবা তীব্র দাবদাহ, অনেকেই বাড়িতে একটানা AC মেশিন চালিয়ে দেখেন। AC থেকে বেরনো ঠান্ডা হাওয়া শরীরে স্বস্তি এনে দেয়।
তবে কয়েকটি জিনিস ভালোভাবে না বোঝার কারণে এই AC থেকেই মারাত্মক বিপদের আশঙ্কা ক্রমেই বাড়ছে। কোনও কোনও জায়গায় AC-তে আগুন ধরে যাচ্ছে। কোনও জায়গায় আবার হঠাৎ করে বিকাল হয়ে যাচ্ছে সাধের এয়ার কন্ডিশনার মেশিন। চলতে চলতে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ।
আরও পড়ুন- নম্বরপ্লেট দেখেই বুঝুন গাড়িটি বাংলার কোন জেলার, কীভাবে? জানুন এই সহজ জিনিসটি
AC মেশিন থেকে বিপদ এড়ানোর টিপস:
একটানা ঘন্টার পর ঘন্টা ধরে AC চালাবেন না। কিছু সময়ের জন্য অন্তত এয়ার কন্ডিশনার মেশিনটি বন্ধ করে রাখুন। এতে মেশিনটি ঠান্ডা হবে। পুনরায় চালালে সেটি ঠিকঠাক কাজ করবে।
অনেক AC চালিয়ে গেলেও মেশিনটির ফিল্টার পরিষ্কারের দিকে ঠিকঠাক খেয়াল রাখেন না। এসির ফিল্টারে ধুলো জমাট বেধে যায়। সেই ধুলো এসি থেকে হাওয়া বেরনোর রাস্তা সংকুচিত করে দেয়। সেক্ষেত্রে বিপদের আশঙ্কা থেকে যায়। তাই নির্দিষ্ট সময় অন্তর এসির ফিল্টার পরিষ্কার রাখুন। বিপদের আশঙ্কা কমবে।
আরও পড়ুন- Ceiling Fan Speed: লাট্টুর মতো ঘুরবে ফ্যান, ঘরে ঝড় বয়ে যাবে, শুধু এই কাজটি করুন ঝটপট
এসির ক্ষেত্রে আলাদা সার্কিট থাকার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। কিংবা অন্যভাবে মেশিনটি সংযুক্ত করে মেশিনটি চালান।
স্প্লিট AC-র ক্ষেত্রে তার আউটডোর ইউনিটটি অনেকেই বাড়ির কার্নিশের উপরে কিংবা ব্যালকনিতে রাখেন। সেক্ষেত্রে আউটডোর ইউনিটটিতে ময়লা ঢুকে পড়তে পারে। ইউনিটের মুখ ময়লা জমে গিয়ে তা থেকে বাতাস বেরোনোর পথ আটকে যেতে পারে। এসির আউটডোর ইউনিটটি পরিষ্কার করুন। আবার অনেক ক্ষেত্রে এসির আউটডোর ইউনিটের গা ঘেঁষে দেওয়াল থাকে। সেক্ষেত্রেও AC-র আউটডোর ইউনিট থেকে হাওয়া বেরনোর পথটি বাধাপ্রাপ্ত হয়। এই বিষয়টির দিকে খেয়াল রাখুন।