Advertisment

Air Conditioner: দেদার AC চললেও বিদ্যুতের বিল আসবে ফ্যান চলার মতোই! শুধু করুন এই কাজটি

Air Conditioner Proper Temperature: জ্বালাপোড়া অসহনীয় গরম থেকে মুহূর্তে প্রাণভরা মুক্তির স্বাদ এনে দেয় এয়ার কন্ডিশনার কিংবা এসি মেশিন। দাবদাহের কালে এসি মেশিনের চাহিদা বিপুলভাবে বেড়ে যায়। তবে এই এসি কেনার পর বিদ্যুতের বিল নিয়ে অনেকেই ঘোর দুশ্চিন্তায় ভুগতে থাকেন। তাঁদের জন্যই এই বিশেষ প্রতিবেদন। শুধুমাত্র এই কাজটি করে ফেলুন চটপট। তাহলেই দেদার এসি চললেও বিদ্যুতের বিল আসবে ফ্যান চলার মতোই।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Tips to reduce AC bills

AC Machine: এসি মেশিন নিয়ে গুরুত্বপূর্ণ এই খবরটি আগে পড়ুন।

Tips to reduce AC bills: অসহ্য-ভ্যাপসা গরম থেকে ভরপুর মুক্তির স্বাদ এনে দেয় সাধের AC। তবে এই এয়ার কন্ডিশনার মেশিন চললে অনেকেই বিদ্যুতের বিল নিয়ে ঘোর দুশ্চিন্তায় থাকেন। তবে এবার আর সেই চিন্তা নেই। শুধুমাত্র করতে হবে একটি কাজ। তাহলেই দেদার এসি চালালেও বিল আসবে ফ্যান চলার মতই।

Advertisment

এয়ার কন্ডিশনার মেশিন কেনার পর তার ব্যবহার নিয়ে খুব বেশি একটা সচেতন হন না বেশিরভাগ মানুষই। শুধুমাত্র অজ্ঞতার কারণেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালানোর জন্য বাড়ির বিদ্যুতের বিল বাড়তে থাকে হু হু করে। এবার তাই এই সহজ জিনিসটি মাথায় রেখে এসি চালান। তাহলে অনন্ত AC চলার জন্য বিদ্যুতের বিল নিয়ে আর ভাবতে হবে না।

কী করবেন?

AC কেনার পর অনেকেই তার তাপমাত্রা ২০ বা ২১ ডিগ্রির মধ্যে রাখেন। এসি বিশেষজ্ঞরা বলছেন, এই তাপমাত্রায় এসি চালালে বিদ্যুতের খরচ অনেক বেশি হয়। মুহূর্তের মধ্যে শীতলতা চাইলে অনেকেই ২০-২১ ডিগ্রিতে এসির তাপমাত্রা সেট করেন। তাতেই ঘটে বেশি সমস্যা।

আরও পড়ুন- Cheapest AC: মাত্র ১৩ হাজার টাকায় AC? সব ছেড়ে আগে পড়ুন এই বাম্পার খবর!

গরমের সময় দিন হোক কিংবা রাত, এসির তাপমাত্রা সেট করুন ২৬ ডিগ্রিতে। প্রয়োজনে ফ্যান চালিয়ে দিন হালকা করে। এতে বিদ্যুতের বিল অনেক সাশ্রয় হবে। সেই সঙ্গে আপনার ঘরের তাপমাত্রাও থাকবে যথেষ্ট আরামদায়ক। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শক্তি মন্ত্রকের তরফেও এসির তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে রাখতেই পরামর্শ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- Air Conditioners: AC নিয়ে এখনই সতর্ক হোন! বিধ্বংসী বিপদ এড়াতে এই কাজটি আজই করুন

এসি বিশেষজ্ঞরা বলছেন, এই ২৬ ডিগ্রি তাপমাত্রায় এসি চালালে একদিকে যেমন বিদ্যুতের বিল সাশ্রয় হবে তেমনই শরীরও থাকবে একদম ফিট। তাই এসি চালিয়ে যারা বিদ্যুতের বিল সাশ্রয় করতে চান, তাঁরা আজই ফলো করুন এই বিশেষ পরামর্শটি।

আরও পড়ুন- How to reduce AC Bill: রাতে ৮, দুপুরে ৫ ঘণ্টা AC চালান, এই কাজটি করলেই অবিশ্বাস্যভাবে কমবে বিদ্যুৎ বিল

AC bill Ac Machine Air Conditioner Electricity Bill
Advertisment