Electricity Bill: হঠাৎ বাড়ির বিদ্যুতের বিল আকাশছোঁয়া? দুচিন্তা ছাড়ুন! সহজ এই কাজেই পান স্বস্তি
How to reduce electricity bill: ইদানিং বাড়িতে বিদ্যুতের বিল বেশি আসা নিয়ে উদ্বেগের শেষ নেই। বিশেষ করে এই বিষয়টি এখন ভীষণ উদ্বেগের একটি কারণ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গেও। শহর থেকে জেলা, বিদ্যুতের বিল আকাশছোঁয়া হওয়া নিয়ে ভুরি ভুরি অভিযোগ মিলছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে সোচ্চার হয়েছে বিরোধীরা। শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বিদ্যুৎ দফতরে বিক্ষোভ প্রদর্শন চলছে।
Tips to reduce electricity bill: ইদানিং বিদ্যুতের বিল (Electricity Bill) বেশি আসা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের শেষ নেই। মাঝে মাঝে বিদ্যুতের বিলের টাকা জোগাতে গিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়ার জোগাড় হচ্ছে আম আদমির। তবে ঠিক কী কারণে বিদ্যুতের বিল বেশি আসছে? বিদ্যুতের বিল হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ ঠিক কী কী? প্রকট এই সমস্যা থেকে স্বস্তি মিলতে পারে কীভাবে? বিশেষ এই প্রতিবেদনে সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
Advertisment
বিদ্যুতের বিল বেশি এলে কী করবেন?
১. হঠাৎ করে যদি দেখেন আপনার বিদ্যুতের বিল যেন অস্বাভাবিক লাগছে অর্থাৎ বেশ খানিকটা বেশি এসেছে তাহলে প্রথমেই আপনার বাড়ির মিটারের ইউনিটের দিকে খেয়াল করুন। অর্থাৎ আপনার আগের বিল থেকে এবারের বিল পর্যন্ত মোট কত ইউনিট বিদ্যুৎ আপনি খরচ করেছেন সেটা আগে দেখে নিতে হবে।
২. বিলের সবশেষে কত ইউনিট লেখা রয়েছে আর মিটারে কত ইউনিট রিডিং উঠেছে সেটার সংখ্যা মিলিয়ে দেখে নিতে হবে। বিলে দেখানো মোট ইউনিটের সংখ্যার চেয়ে যদি আপনার বিলে লেখা মোট ইউনিট কম থাকে তাহলে বুঝে নিতে হবে বিল ঠিকঠাক আছে।
৩. তবে কোনও কারণে যদি বিলে দেখানো মোট ইউনিট সংখ্যা মিটারে উল্লিখিত ইউনিট সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে বুঝতে হবে এটা বিল যাঁরা বানিয়েছেন তাঁদের ভুল। তেমন হলে বিলের কপি নিয়ে স্থানীয় বিদ্যুৎ দফতরে গিয়ে যোগাযোগ করতে পারেন।
৪. আপনার বিলের কপি পরীক্ষা করে বিদ্যুৎ দফতর যদি দেখে বিলের অঙ্কে ভুল রয়েছে তাহলে আপনার পরবর্তী বিলের সঙ্গে সেটা অ্যাডজাস্ট করা হবে। অর্থাৎ যে টাকা আপনি বেশি দিয়েছেন পরের মাসের বিলে সেই টাকা কম করে বিল আসবে।