New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/TItan-watch.jpg)
বাঙালি তথা বহু প্রবাসীর কাছে শহর কলকাতা এক অন্য়তম নস্টালজিয়া, তিলোত্তমা থেকে বহু মাইল দূরে বসেও বাঙালি আবেগে ভাসতে পারেন কলকাতা নিয়ে। এসমস্ত বিভিন্নদিক মাথায় রেখেই টাইটান সংস্থা আনল তাদের ‘দ্য় কলকাতা ফরএভার’ কালেকশন। টাইটানের এই কালেকশনের মূল আকর্ষণ তাদের ডিজাইন, ঘড়ির ডায়ালেই ধরা পড়বে তিলোত্তমার টুকরো ছবি, কোনও ডায়ালে চোখে পড়বে হাওড় ব্রিজ, তো কোনও ডায়ালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি।
Advertisment
সম্প্রতি বিড়লা অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসে একটি অনুষ্ঠানে সংস্থার তরফে লঞ্চ করা হয় টাইটানের এই কালেকশন। পুরুষ এবং মহিলাদের জন্য় চারটি করে রঙের ঘড়ি থাকছে এই কালেকশনে। দাম শুরু ৪৬১০ টাকা থেকে।