Advertisment

Travel: ভুলেই যাবেন পুরী-দিঘা! ঘুরে আসুন কলকাতার কাছেই এই অপরূপ সমুদ্র পাড় থেকে

Offbeat Sea Beach Near Kolkata: নিরিবিলিতে বেড়াতে যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য কলকাতার কাছেই এই সাগর পাড় একেবারে পারফেক্ট চয়েজ। ভরা বর্ষায় নিরিবিলি এই সমুদ্র সৈকতের অপরূপ শোভা মনকে মোহিত করে দেয়। দিন কয়েকের ছুটি নিয়ে বেড়িয়ে আসুন অসাধারণ এই অফবিট ডেস্টিনেশন থেকে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
travel monsson offbeat destination sea beach Jagatsinghpur Siali Beach, জগৎসিংপুর, সিয়ালি সি বিচ

Offbeat Sea Beach Near: অপূর্ব এই সমুদ্র সৈকতে বেড়ানোর ষোলোআনা মজা নিন।

Offbeat Sea Beach-Travel: এই বর্ষায় কোনও সমুদ্র পাড়ে বেড়ানোর প্ল্যানিং? পুরী, দিঘা, মন্দারমণি, গোপালপুর যেতে যেতে বোর হয়ে গিয়েছেন? তাহলে এবার ঘুরে আসুন অপরূপ এই সাগরপাড় থেকে। নিরিবিলি এই জায়গায় পর্যটকরা খুব বেশি একটা যান না। ভরা বর্ষায় নিরিবিলিতে বেড়ানোর জন্য এএই তল্লাট একেবারে পারফেক্ট চয়েজ।

Advertisment

ঝটিকা করে ঘুরে আসুন ওড়িশার এই অপূর্ব সমুদ্র সৈকত থেকে। ওড়িশা মানেই যাঁরা পুরী (Puri) বোঝেন, তাঁদের জন্য বিশেষ এই প্রতিবেদন দারুণ কাজে দেবে। ওড়িশার জগৎসিংপুরের (Jagatsinghpur) সিয়ালি সি বিচ (Siali Beach) থেকে ঘুরে আসুন। অফবিট এই সমুদ্র সৈকত এক কথায় অসাধারণ। বর্ষায় এই সমুদ্র পাড়ের অনিন্দ্যসুন্দর রূপ আপনার মনকে মোহিত করে দেবে। মুহূর্তে ভুলে যাবেন সব স্ট্রেস। চারিদিকে জল আর জল। আর তারই পাশে দিগন্ত বিস্তৃত ঝাউ বনের শাড়ি। সপ্তাহান্তে ছুটি কাটাতে ওড়িশার এই জায়গার জুড়ি মেলা ভার।

কলকাতার দিক থেকে গেলে পৌঁছে যান ভুবনেশ্বর। সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে জগৎসিংপুরে পৌঁছোতে পারেন। এখানেই রয়েছে সিয়ালী সমুদ্র সৈকত। কাছের মানুষদের সঙ্গে নিয়ে কাটিয়ে আসুন ফাটাফাটি সব মুহূর্ত। অপূর্ব এই সাগরতে কাটানো প্রতিটি মুহূর্ত বহুদিন পর্যন্ত আপনার স্মৃতির পাতায় সোনালী হরফে লেখা হয়ে থাকবে।

আরও পড়ুন- West Bengal Weather Update: শ্রাবণ শেষে বর্ষার রুদ্র মেজাজ বাংলায়! বেলা গড়ালেই কাঁপানো বৃষ্টি কোন কোন জেলায়?

আরও পড়ুন- Oil less Poori Recipe: একফোঁটা তেলও লাগবে না, জলেই ভাজুন ফুলকো ফুলকো লুচি! নিমেষে জানুন বাম্পার রেসিপি

জগৎসিংপুরে থাকবেন কোথায়?

এখানে থাকার জন্য ছোট-বড় বেশ কিছু হোটেল বা রিসর্ট পেয়ে যাবেন। গিয়েও হোটেল বুক করতে পারেন কিংবা আগে থেকেও বুক করে নিতে পারেন। পর্য়টকদের সুবিধার্থে এখানকার কয়েকটি হোটেলের নাম ও ফোন নম্বর দেওয়া হল।

আরও পড়ুন- Hilsa: যে যা বলছে বলুক! ইলিশ ছুঁয়েও দেখবেন না এঁরা, নয়তো বিপদের শেষ থাকবে না!

Anvy Beach Resort Siali- 081178 62472

odisha offbeat destination Siali Beach Odisha Coast Jagatsinghpur travel
Advertisment