/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/diamond-eight-card-hidden-number-759.jpg)
সোশাল মিডিয়ার দুনিয়ায় এ এক মজার ব্যাপার। মিশিগানের মানুষ নতুন ছবি আপলোড করলে সবচেয়ে প্রথম মন্তব্যটি হয়তো আসবে মধ্যমগ্রাম থেকে। আবার সেরেঙ্গিটির জঙ্গল থেকে টুইট করলেন আপনি। তৎক্ষণাৎ তা ভাইরাল হয়ে গেল। পৌঁছে গেল শিউরির মুদির দোকানে। একটা ছবি কিমবা পোস্ট ঘিরে কত মন্তব্য, কত হৈচৈ।
একটা তাসের ছবি নিয়ে সম্প্রতি শোরগোল পড়েছে টুইটারে। ৮ নম্বর ডায়ামন্ড ছাপা একটা সাদা মাটা তাসের ছবি টুইট করেছিলেন প্লিংকেটি প্লিঙ্ক। ছবির তলায় শুধু লেখা রয়েছে, "এই তাসের ভেতরে যে ছবিতেই ৮ লেখা ছিল, প্রথম কোন বয়সে ধরতে পারেছিলেন আপনি"? ব্যাস! এইটুকু একটা পোস্টে কেল্লা ফতে। ১.২ লক্ষ লাইক, ৩৬০০০ রিটুইট হল সেই পোস্ট।
What age were you when you first saw the 8 in the middle of the 8 of diamonds? ???? pic.twitter.com/GjRLkyl7Vu
— Plink (@PlinketyPlink) November 17, 2018
May be pic.twitter.com/ELHXGUnUcc
— mohsin. (@MohsinDotDot) November 19, 2018
I'm embarrassed. https://t.co/Lwr3XR5VNB
— Fatima (@ciao_fatima) November 20, 2018
অবাক ব্যাপার! অধিকাংশ মন্তব্যেই টুইটারাটিরা স্বীকার করেছেন এমনটা তারা আগে খেয়ালই করেননি।
*mind blown*. Totally didn't know about this till now. https://t.co/sjFkm7Pbdk
— Larry (@larryamiel) November 20, 2018
Fifty-three. Where have I been all these years? https://t.co/NGkTNaZor7
— J.C. Kenney (@JCKenney1) November 20, 2018
IT WAS THERE THE WHOLE TIME?! https://t.co/UnXcPEv6sQ
— Kaci Aitchison ????????♀️ (@KaciAitchison) November 19, 2018
What age were you when you first saw the 8 in the middle of the 8 of diamonds? ???? pic.twitter.com/GjRLkyl7Vu
— Plink (@PlinketyPlink) November 17, 2018
পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ শেয়ার করে চলেছেন সেই পোস্ট। বলাই বাহুল্য, রীতিমতো '৮'ঘাঁট বেধেই পোস্ট করেছিলেন প্লিংকেটি প্লিঙ্ক!