Air Conditioners: গরমের হাত থেকে মুক্তি পেতে অনেকেই AC কিংবা এয়ার কন্ডিশনার (Air Conditioner) মেশিন কিনছেন। তবে AC-র ব্যবহারের ক্ষেত্রে সব দিক ঠিকঠাক জানা না থাকায় বিদ্যুতের বিল অনেকেই নিয়ন্ত্রণে রাখতে পারেন না। বিশেষ এই প্রবিদেনে AC-র জন্য বিদ্যুতের বিল কমানোর বিশেষ কিছু ট্রিকস (Tricks) সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন।
এবছর এপ্রিল মাসের শুরু থেকেই অসহ্য গরমে নাজেহাল পরিস্থিতি হতে শুরু করেছে। বিশেষ করে পয়লা বৈশাখ (Paila Baisakh) পেরোতেই সূর্য যেন আগুন ঢালতে শুরু করে দেয়। দিনের পর দিন ধরে তীব্র তাপপ্রবাহের (Heat Wave) নাকাল পরিস্থিতি তৈরি হয় আট থেকে আশির। সীমাহীন এই অস্বস্তি থেকে মুক্তি পেতে AC কেনার রীতিমতো হিড়িক পড়ে গিয়েছে শহর থেকে জেলায়।
ইলেক্ট্রনিক্সের শোরুমগুলিতে AC কিনতে দিন দিন ভিড় বাড়ছে। তবে ঘণ্টার পর ঘণ্টা AC চালালে হু হু করে বাড়ে বিদ্যুতের বিল। কিন্তু AC চালানোর সময় কিছু টিপস বা কৌশল অবলম্বন করলেই সহজেই বিদ্যুতের বিল সাশ্রয় করতে পারবেন।
আরও পড়ুন- AC Machine: AC আর ফ্যান দুটোই একসঙ্গে চালাচ্ছেন? এতে সত্যিই কমে বিদ্যুৎ-খরচ? নাকি পুরোটাই ‘ধাপ্পা’!
এয়ার কন্ডিশনার মেশিনে বেশ কয়েকটি 'মোড' থাকে। অধিকাংশ AC-তেই হিট মোড, ড্রাই মোড, স্লিপ মোড, কুল মোড এবং অটো মোড থাকে। মোটামুটি এই মোডগুলি আবহাওয়ার ফারাক অনুযায়ী সেট করা হয়ে থাকে। আপনার AC-তে এই মোডগুলি যদি ঠিকঠাক সেট করতে পারেন তাহলে সহজেই বিদ্যুতের বিল যেমন কমবে তেমনই AC-র আয়ুও বাড়বে। AC-র বিল কমাতে আজ থেকেই অটো মোডে (Auto Mode) AC রাখুন।
AC অটো মোডে থাকলে বিদ্যুতের বিল কমে। ঘরের তাপমাত্রা অনুযায়ী এই অটো মোড AC-র কম্প্রেসর চালু করে দেয়। ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর বন্ধ করে দেয়। AC-এর এই অটো মোডই ঠিক করে দেয় কখন AC-র ফ্যান চলবে কখন কম্প্রেসর বন্ধ করতে হবে।
আরও পড়ুন- AC Machine: এই দাবদাহে অনাদরে এসির আউটডোর ইউনিট? ভুল শুধরান, নাহলেই পকেট খসতে বাধ্য
মোটের উপর ঘরের তাপমাত্রা নির্ধারণের মধ্য দিয়ে কাজ করতে থাকে AC-র অটো মোড। এরই জেরে কমে বিদ্যুতের বিল। তাই বিদ্যুতের বিল কমাতে আজ থেকেই আপনার AC-কে রাখুন অটো মোডে।