Advertisment

Mother's Day Gift 2024: মা'কে আরও 'স্পেশ্যাল' ফিল করাতে 'মাদার্স ডে'তে দিন এই সেরা উপহার!

মাদার্স ডে'তে মাকে কী উপহার দেবেন তা নিয়ে চিন্তিত? ঝটপট চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদনে। এক ক্লিকেই হবে মুসকিল আসান।

author-image
IE Bangla Web Desk
New Update
Mother's Day Gift Ideas in Bengali: মাদার্স ডে'তে মাকে কী উপহার দেবেন তা নিয়ে চিন্তিত? ঝটপট চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদনে। একক্লিলেই হবে মুসকিল আসান।

মাদার্স ডে'তে মাকে কী উপহার দেবেন তা নিয়ে চিন্তিত? ঝটপট চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদনে। এক ক্লিকেই হবে মুসকিল আসান।

Mother's Day Gift Ideas in Bengali: সন্তানকে মানুষ করতে মায়ের অবদান এককথায় অপরিসীম। মায়েরা যেভাবে সন্তানের সুখের জন্য প্রাণপাত করেন সেই ঋণ কখনও সন্তানের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। মাদার্স ডে'র উপলক্ষ্যে মা'কে আরও 'স্পেশ্যাল' ফিল করাতে সন্তানরা সবরমক ভাবে চেষ্টা করেন। এই দিনটা কেবল মায়েদের জন্য। তাদের আত্মত্যাগের জন্য।

Advertisment

এই বছর ১২ মে, অর্থাৎ আগামী রবিবার রয়েছে মাদার্স ডে। এমন পরিস্থিতিতে সব সন্তানেরাই চাইছেন মায়ের জন্য বিশেষ উপহার কিনে মাকে সারপ্রাইজ দিতে। নানা ঘর সাজানো জিনিস যেমন আপনার মায়ের জন্য খুশি আনতে পারে, তেমনই আপনি চমকে দেওয়া এমন কিছু উপহার মাকে দিতে পারেন যা তাঁকে স্পেশ্যাল ফিল করাবে। মাদার্স ডে'তে মাকে কী উপহার দেবেন তা নিয়ে চিন্তিত? ঝটপট চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদনে। একক্লিলেই হবে মুসকিল আসান।

স্বাস্থ্য বিমা
মা সংসারের সুখের জন্য, সন্তানের মঙ্গলের জন্য হাসিমুখে প্রতিদিনের ধকল সহ্য করেও মুখ বুজে লড়াই জারি রাখেন। সন্তান হিসাবে আপনারও মায়ের স্বাস্থ্যের দিকে যন্ত নেওয়া বিশেষ ভাবে জরুরি। এবারের মা দিবসে আপনি আপনার মায়ের জন্য একটি স্বাস্থ্য বিমা করাতে পারেন। যা আপনার মাকে স্বাস্থ্য সংক্রান্ত বড় ঝুঁকি থেকে সুরক্ষা প্রদান করতে পারে। এই ধরণের উপহার যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না।

মা'কে উপহার দেওয়ার মাধ্যমে, আপনি মায়ের প্রতি আপনার ভালবাসাকে মেলে ধরতে পারেন। উপহার ছাড়া কোন বিশেষ দিন উদযাপন যেন সম্পূর্ণ হয় না। মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃ দিবস হিসেবে পালিত হয়। এই দিনটিকে বিশেষ করে তুলতে সন্তানরা তাদের মায়ের সঙ্গে সাথে বিভিন্ন পরিকল্পনা করে যেমন ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, কেনাকাটি করা। এবারের মাদার্স ডে উপলক্ষ্যে আপনি আপনার মাকে দিতে পারেন একটি সুন্দর উপহার যা মায়ের মুখে একটি সুন্দর হাসি নিয়ে আসতে পারে।
ফটো ফ্রেম
আপনি এমন কিছু ছবির একটি ফটো ফ্রেম তৈরি করে মাকে উপহার দিতে পারেন যার সঙ্গে জড়িয়ে আছে আপনার মায়ের কিছু পুরনো স্মৃতি।

ফুলের তোড়া
ভালোবাসা প্রকাশের সবচেয়ে ভালো উপায় হলো ফুল। আপনি আপনার মাকে বিশেষ এই দিনে একটি ফুলের তোড়া উপহার দিতে পারেন। ফুল দিয়ে মাদার্স ডে'কে আপনি বিশেষ করে তুলতে পারেন।
সিল্কের শাড়ি
প্রায়ই আমাদের বাবা-মা আমাদের কেনাকাটা করতে নিয়ে যান। তারা আমাদের প্রতিটি প্রয়োজন পূরণ করেম কিন্তু নিজেদের নিয়ে কখনও তারা ভাবে না। মাদার্স ডে উপলক্ষ্যে আপনি আপনার মাকে নিয়ে মার্কেটিং করতে যেতে পারেন সেখানে গিয়ে তাঁকে তাঁর পছন্দ অনুযায়ী সিল্কের শাড়ি উপহার দিতে পারেন। বিশ্বাস করুন আপনার মা এই উপহার পেয়ে খুব খুশি হবেন। এর সঙ্গে আপনি মানানসই কিছু কস্টিউম জুয়েলারিও উপহার দিতে পারেন।
স্কিন কেয়ার
সময়ের সঙ্গে সঙ্গে মহিলারা তাদের ত্বক এবং চুল নিয়ে বিশেষ চিন্তিত হয়ে পড়েন । আপনি উপহার হিসাবে শ্যাম্পু, ম্যাসাজ ওয়েল অথবা স্কিন কেয়ার উপহার দিতে পারেন। আপনি যদি একটু সৃজনশীল হন তবে আপনি মাকে হাতে তৈরি উপহার দিতে পারেন। আপনি ইউটিউবে এরকম অনেক কার্ড তৈরির আইডিয়া পাবেন, আপনি সে সবের সাহায্য নিতে পারেন।
হোম অ্যাপ্লায়েন্স
দৈনন্দিন জীবনকে একটু সহজ করতে, আপনি মাকে একটি মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন, মাইক্রো ওভেনের মতো কিছু ইলেকট্রনিক গিফট আইটেম উপহার দিতে পারেন। ফুট ম্যাসাজারও উপহার হিসাবে একটি দুর্দান্ত বিকল্প। বৈদ্যুতিক ব্যাক ম্যাসেজ মেশিন কোমরের ব্যাথায় বিশেষ কার্যকর। সারাদিন পরিশ্রমের পর এই মেশিন নিমেষেই মায়ের কোমরের ব্যাথায় কার্যকর হতে পারে।
স্মার্টওয়াচ
স্মার্টওয়াচ উপহার হিসাবে একটি দারুণ অপশন। এটি আপনার মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখে। স্মার্টওয়াচে সাধারণত একাধিক হেলথ ফিচার থাকে। সঙ্গে থাকে হার্ট রেট মনিটরিং, ব্লাড প্রেসার, অক্সিজেন লেভেল মনিটরিং।
মিউজিক প্লেয়ার
পোর্টেবল মিউজিক প্লেয়ার উপহার হিসাবে একটি ভাল বিকল্প। আপনার মা যদি গান শুনতে ভালবাসেন তাহলে অনায়াসেই এটি এই বিশেষ দিনে মাকে উপহার দিতে পারেন। এতে প্রায় ৫০০০ গান প্রিলোড করা থাকে।
বই
আপনার মা বই পড়তে ভালবাসলে আপনি তাকে একটি বই উপহার দিতে পারেন। এটিও মাতৃদিবসের একটি সেরা গিফট আইডিয়া।

Mothers Day
Advertisment