Valentine's Week Calendar Day Wise Full List in Bengali: ফেব্রুয়ারি হল প্রেমের মাস। বাতাসে বহে প্রেম, নয়নে লাগে নেশা। ভালবাসার মরশুমে যুগলদের একে অপরকে প্রেম নিবেদনের সময়। এই মাসেই ভ্যালেন্টাইন সপ্তাহ পড়ে। এই প্রেমের সপ্তাহে নিজের ভালবাসার মানুষকে নিজের মনের কথা বলার সময়। প্রেমের সপ্তাহে এক একটি দিনের অনেক গুরুত্ব রয়েছে। ভ্যালেন্টাইন উইকের কোন দিন কী এবং এর তাৎপর্য কী জেনে নিন।
Rose Day দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন উইক বা প্রেমের সপ্তাহ
আগামীকাল, ৭ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন উইক বা প্রেমের সপ্তাহ শুরু। চলবে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত। প্রেমের সপ্তাহের প্রথম দিন হল রোজ ডে বা গোলাপ দিবস। এই দিনে ভালবাসার মানুষকে গোলাপ ফুল উপহার দিতে হয়। গোলাপ দিয়ে ভালবাসার ইঙ্গিত দিতে হয়। তার পরের দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি হল প্রোপোজ ডে। এইদিনে প্রিয়জনকে প্রেমের প্রস্তাব দিতে হয়। তার পরদিন আসে চটোলেট ডে। ভালবাসার মানুষকে চকোলেট দিয়ে মনের কথা জানাতে হয়। এর পর টেডি ডে, তার পর প্রমিস ডে, পরদিন হাগ ডে, তার পরেরদিন কিস ডে এবং সবার শেষে ভ্যালেন্টাইন্স ডে। এই ভাবে গোটা সপ্তাহ জুড়ে প্রেমের উদযাপন হয়।
আরও পড়ুন বুক ফাটে তো মুখ ফোটে না! প্রেম দিবসে কোন কায়দায় সঙ্গীকে করবেন চিরআপন
ভ্যালেন্টাইন সপ্তাহ 2025 লিস্ট- (Valentine Week Days List 2025)
রোজ ডে (Rose Day 2025)- ৭ ফেব্রুয়ারি
প্রপোজ ডে (Propose Day 2025)- ৮ ফেব্রুয়ারি
চকোলেট ডে (Chocolate Day 2025)- ৯ ফেব্রুয়ারি
টেডি ডে (Teddy Day 2025)- ১০ ফেব্রুয়ারি
প্রমিস ডে (Promise Day 2025)- ১১ ফেব্রুয়ারি
হাগ ডে (Hug Day 2025)- ১২ ফেব্রুয়ারি
কিস ডে (Kiss Day 2025)- ১৩ ফেব্রুয়ারি
ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day 2025)- ১৪ ফেব্রুয়ারি
কীভাবে ভ্যালেন্টাইন উইককে বিশেষ করবেন (How to make Valentine Week special)
ভ্যালেন্টাইন উইকে বিশেষ বিশেষ দিনে কিছু বিশেষ উপহার বা প্রেমের মানুষের সঙ্গে ট্রাভেল প্ল্যান করতে পারেন। নিজের প্রিয়জনকে ভ্যালেন্টাইন্স ডে-তে কাজের জিনিস দিতে পারেন। এমন জিনিস যা তাঁর খুব পছন্দের। দুজনে কোথাও ঘুরতে যেতে পারেন, আরামদায়ক সময় কাটাতে পারেন একসঙ্গে। এছাড়াও প্রত্যেক দিন একটি করে বিশেষ উপহার সঙ্গীকে দিনে আর নিজের মনের কথা তাঁকে বলুন।