New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/4-12.jpg)
Valentines Day 2020 wishes: এবার বসন্ত জাগ্রত দ্বারে। সঙ্গে মনও ফুরফুরে। দরজায় কড়া নাড়ছে প্রেম দিবস।
Valentines Day 2020 cards, wishes, quotes:
প্রেমের দিনে কাছের মানুষকে কাছে পাবেন না অনেকেই। কেউ কেউ আবার ভালোবাসার আলাদা দিন আছে বলে মনেও করেন না। তাঁদের কাছে রোজ রোজ ভালোবাসার দিন। তবে মনের মানুষ অনেকটা দূরে থাকলে এই ভ্যালেন্টাইনস ডে বা বাঙালির প্রেম দিবসে দু-চারটে লাইনও বলে দেওয়া যায় এই দিনে। আজ ভ্যালেন্টাইন্স ডে-তে রইল বাংলার কবিদের কিছু কালজয়ী ভালোবাসার কবিতা।
আরও পড়ুন, প্রেমের সেরা পাঁচ আধুনিক গানেই জানিয়ে দিন ভালোবাসার কথা
ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবস, যে নামেই ডাকুন, আদতে ভালোবাসার দিন। আর ভালোবাসাবাসি যে সুর ছাড়া অসম্পূর্ণ থাকে। দিনটা যে যার মতো করেই কাটান। কেউ কারো প্রিয় মানুষের সঙ্গে, কেউ প্রিয় বইয়ের সঙ্গে, কেউ ঘুরে বেরিয়ে, কেউ বা বাড়ির সবচেয়ে পছন্দের কোণটা বেছে নিয়ে।
ভালোবাসার দিন ভালো কাটুক। সুরে থাকুন, গানে থাকুন, থাকুন কবিতায়। আর সবচেয়ে বেশি করে থাকুন ভালোবাসায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন