scorecardresearch

ভ্যালেন্টাইন্স ডে জমে উঠুক খাওয়াদাওয়ায়, চাইনিজ থেকে তন্দুর, এই রেস্তোরাঁগুলিই বেস্ট!

প্রেমের দিনে জোরদার খাওয়াদাওয়া চলতে থাকুন, ঢুঁ মারুন এই রেস্তোরাঁগুলিতে

valentines day, valentines day gifts, valentines day ideas,
কোথায় খাবেন প্রেমের দিনে?

প্রেম, এই পৃথিবীতে প্রেমের সংজ্ঞা সকলের কাছে এক নয়। কেউ প্রেম বলতে বোঝেন দুটিতে গল্প করা আবার কারওর কাছে গঙ্গার ঘাটে এক কাপ চা, আবার কারওর কাছে সিনেমাহলের ব্যালকনি, কেউ আবার বিশ্বাসী ফুড প্রেমে। অর্থাৎ, ঘুরে বেড়ানো হোক অথবা শর্ট ডেট খাবার কিন্তু থাকবেই। আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভাল ভাল আইটেম না খেলে হয়?

প্রেমিক কিংবা প্রেমিকা, একে অপরকে ট্রিট হোক অথবা কোথাও লাঞ্চ কিংবা ডিনার। শহর কলকাতায় প্রেম দিবস উপলক্ষ্যে কোন রেস্টুরেন্টে যাওয়া যেতে পারে জানা আছে? অন্তত কাছের মানুষটাকে নিয়ে খাওয়াদাওয়া না করলেই নয়। পুজোর স্পেশ্যাল মেনু অথবা নববর্ষের স্পেশ্যাল মেনু থাকলেও, সাধারণত ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিশেষ মেনু হোক অথবা ক্যান্ডেলাইট ডিনার, আয়োজন করে থাকে খুব সামান্য রেস্তরাঁই।

কিন্তু, ডেকোরেশন হোক কিংবা চারপাশের পরিবেশ এইক্ষেত্রে নিত্যনতুন অনেক কিছুই চোখে পড়ে। ভালবাসার বিশেষ দিন উদযাপন হোক অথবা যেকোনও অনুষ্ঠান, খাবারদাবারের ক্ষেত্রে কপোত কপোতীদের অনেকেই ভীষণ খুঁতখুঁতে। আপনাদের জন্য শহরের বেশ কিছু রেস্তোরাঁর খোঁজ রইল।

valentines day, valentines day gifts, valentines day ideas, valentines day 14th feb, valentines day new gifts, valentines day gifts online, valentines day special food, kolkata food special valentines day, valentines day food kolkata
ছবি- সংগৃহীত

Tamara ( তামারা ) : তামারায় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে থাকছে বিশেষ বাফেট মেনু। অ্যাপেটাইজার থেকে বেকড ব্রেড কি নেই? স্টার্টার এর ক্ষেত্রে নানান ভ্যারাইটি, আলমন্ড পনীর টিক্কা থেকে ভেজ থাই ড্রাগন রলস, গন্ধরাজ লেমন ফিশ সবই রয়েছে। তাঁর সঙ্গে নানান ধরনের স্যালাড, এবং আলাদা করে থাকবে চাট কাউন্টার। ফ্রয়েড ইডলি চাট, এমনকি নিজে চাট বানিয়ে নেওয়ার সূযোগও রয়েছে। এছাড়াও রয়েছে হট বাফেট! সেখানে কি কি পেয়ে যাবেন জানেন?

valentines day, valentines day gifts, valentines day ideas, valentines day 14th feb, valentines day new gifts, valentines day gifts online, valentines day special food, kolkata food special valentines day, valentines day food kolkata
ছবি- সংগৃহীত

পনীর বাটার মশলা সঙ্গে জাফরানি মটর পোলাও এবং তাঁর সঙ্গে নানান দেশের ভিন্ন সব আইটেম। মরক্কোন গ্রিলড ফিশ, ইউক্রেনিয়ান চিকেন আরও কত কি? টাস্কানি খাবারের লাইভ কাউন্টার পেয়ে যাবেন এখানে। খরচ? ১০০০ টাকার মধ্যেই রয়েছে। বেলা ১২:৩০ থেকে বিকেল ৪টেয়।

valentines day, valentines day gifts, valentines day ideas, valentines day 14th feb, valentines day new gifts, valentines day gifts online, valentines day special food, kolkata food special valentines day, valentines day food kolkata
ছবি- সংগৃহীত

Elahi luxury dining ( এলাহি লাক্সারি ) : যদি বিরিয়ানি এবং তন্দুর এর ফ্যান হন আপনি এবং আপনার প্রেমিকা তবে, এইখানে ঢু মারতেই পারেন। স্টার্টারে ক্রিসপি ফ্রায়েড কর্ন থেকে তন্দুরি উইংস, এবং ক্রিসপি ফ্রায়েড ফিশ, সবই রয়েছে। তবে, মেইন কোর্স হিসেবে বিরিয়ানি কিন্তু এখানে মাস্ট। অল্প খরচে যদি লা জবাব খাবার পেতে চান, তবে এটি ট্রাই করতে পারেন অনায়াসে।

Golden Joy, Tangra ( গোল্ডেন জয়, ট্যাংরা ) : চায়না টাউন ছাড়াও এখানে কিন্তু পেয়ে যাবেন ভাল কিছু চাইনিজ খাবার। স্যুপ থেকে সেফ স্পেশ্যাল কী চাই আপনার? রাইস হোক অথবা নুডলস কিংবা মোমো – সাধ এবং সাধ্যের মধ্যে চাইনিজের ভাল হোটেল কিন্তু এও হতে পারে। এছাড়াও যদি, ড্রিংকস আপনাদের পছন্দ হয়ে থাকে তবে সেদিকেও একবার ঢু মারতে পারেন।

valentines day, valentines day gifts, valentines day ideas, valentines day 14th feb, valentines day new gifts, valentines day gifts online, valentines day special food, kolkata food special valentines day, valentines day food kolkata
ছবি- সংগৃহীত

Peter hu, ( পিটার হু, পার্ক স্ট্রিট ) : চাইনিজ লাভারদের জন্য আরেকটি বেস্ট ডেস্টিনেশন হতে পারে পিটার হু। অ্যাপেটাইজার থেকে স্যালাড, সবকিছুই পেয়ে যাবেন। শুধু তাই নয়, এক্সক্লুসিভ কিছু ডিশ যেমন ওয়ক টসড শ্রিম্প থেকে ক্রিসপি ল্যাম্ব সবকিছুই আছে। এছাড়াও ডিমসম, থাই গ্রিন কারি, কোনটা পছন্দ আপনার?

valentines day, valentines day gifts, valentines day ideas, valentines day 14th feb, valentines day new gifts, valentines day gifts online, valentines day special food, kolkata food special valentines day, valentines day food kolkata
ছবি- সংগৃহীত

তাই, ভালবাসার এই বিশেষ দিনে শুকনো মুখে নয়, বরং আহারে বাহারে ভরে থাকুক। চাইনিজ থেকে আফগানি, ভোজনরসিক প্রেমিক প্রেমিকাদের ভালবাসার এই বিশেষ দিনে যেন কোনও কিছুতেই খামতি না থাকে!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Bengali App.

Web Title: Valentines day food and drinks kolkata restaurant