Valentine's Week Full List 2024: ভ্যালেন্টাইন'স উইকে পড়ছে কোন দিনগুলো, কোনটা অ্যান্টি ভ্যালেন্টাইন'স উইকে, দেখে নিন
Valentine Week List 2024, Date List Rose Day, Kiss Day, Teddy Day, Propose Day: প্রপ্রোজ ডে (Propose Day) পালিত হয় ৮ ফেব্রুয়ারি। এবছর যা পড়েছে বৃহস্পতিবার। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে প্রেমের প্রস্তাব দেন।
Propose Day-Valentine's Day: প্রস্তাব ছাড়া প্রেম অসম্পূর্ণ। (ছবি-ফেসবুক)
Valentine's Week Full List 2024, Valentine's Day Full Calendar List: মূলত খ্রিস্টান সম্প্রদায়ের থেকে ভ্যালেন্টাইন'স ডে পালন শুরু হয়। পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস, সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন'স দিবস ঘোষণা করেছিলেন। বর্তমানে খ্রিস্টান সম্প্রদায়ের প্রসারের মাধ্যমে গোটা বিশ্বের সংস্কৃতির অঙ্গ হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন'স দিন এবং সপ্তাহ। যার খোঁজে থাকেন বিশ্বের সমস্ত প্রেমিক-প্রেমিকারা।
Advertisment
Love-Valentines Day Week: প্রতিবছর বার বদলাতে পারে। কিন্তু, ভ্যালেন্টাইন'স উইক বা সপ্তাহ পালনের দিনগুলো একই থাকে। (ছবি-ফেসবুক)
প্রতিবছর বার বদলাতে পারে। কিন্তু, ভ্যালেন্টাইন'স উইক বা সপ্তাহ পালনের দিনগুলো একই থাকে। রোজ ডে (Rose Day) পালিত হয় ৭ ফেব্রুয়ারি। এবছর তা পড়েছে বুধবারে। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে লাল গোলাপ ফুল উপহার দেন। প্রপ্রোজ ডে (Propose Day) পালিত হয় ৮ ফেব্রুয়ারি। এবছর যা পড়েছে বৃহস্পতিবার। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে প্রেমের প্রস্তাব দেন। ৯ ফেব্রুয়ারি পালিত হয় চকোলেট ডে (Chocolate Day)। এবছর দিনটি পড়েছে শুক্রবার। ১০ ফেব্রুয়ারি পালিত হয় টেডি ডে (Teddy Day) হিসেবে। এবছর দিনটি পড়েছে শনিবার। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকেন।
ব্রেকআপ ডে (Break Up Day) পালিত হয় ২১ ফেব্রুয়ারি।
Advertisment
১১ ফেব্রুয়ারি প্রমিস ডে (Promise Day) হিসেবে। এবছর যা পড়েছে রবিবারে। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে ভালোবাসা পালনের প্রতিশ্রুতি দেন। ১২ ফেব্রুয়ারি প্রতিবছরই পালিত হয় হাগ ডে (Hug Day) হিসেবে। এবছর দিনটি পড়েছে সোমবারে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে আলিঙ্গন করে উষ্ণ সান্নিধ্য অনুভব করেন। ১৩ ফেব্রুয়ারি পালিত হয় কিস ডে (Kiss Day)। এবছর যা পড়েছে মঙ্গলবার। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরের ঠোঁটে চুম্বন করে বা চুমু দিয়ে ভালোবাসাকে তুরীয় মাত্রায় অনুভব করেন। আর, ১৪ ফেব্রুয়ারি পালিত হবে ভ্যালেন্টাইন'স ডে। এই দিনটিতে একান্তে ভালোবাসা অনুভব করেন প্রেমিক-প্রেমিকারা।