Advertisment

সবার আড়ালে জঙ্গলের নিঃশ্বাস, ভাইরাল হল সেই দৃশ্য

কানাডার কোয়েবেক জঙ্গলের ঘটনা। নিতান্তই প্রাকৃতিক ঘটনা। তবে এর আড়ালে বিজ্ঞানটুকু বুঝতে না পারলে অতিপ্রাকৃতিক বলে ভুল হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রাণ আছে, নিশ্বাস প্রশ্বাস  নেয়, এ সব কথা তো বলেই গেছিলেন জগদীশ বোস। তবে এমন দাপুটে নিশ্বাস নিতে কেউ দেখেছে কখনো? কানাডায় এক জঙ্গলের সেই ভিডিও দেখে রীতিমতো গা ছম ছম করবে সব্বার। কী বলতে চায় ওই জঙ্গল? ওটা নিশ্বাস নাকি আর্তনাদ? নাকি আরও অন্যকিছু, যা আমরা শুনতেই পেলাম না।

Advertisment

কানাডার কুইবেক জঙ্গলের ঘটনা। নিতান্তই প্রাকৃতিক ঘটনা। তবে এর আড়ালে বিজ্ঞানটুকু বুঝতে না পারলে অতিপ্রাকৃতিক বলে ভুল হতে পারে। যেমন হয়েছে সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষের। রীতিমতো সজোরে শ্বাস প্রশ্বাস জানান দেওয়া গাছের ভিডিও আপাতত দেখেছেন প্রায় ৩০ লক্ষ মানুষ।


ফোর্বস এর ব্যাখ্যা বলছে এটা আসলে একটা ইলিউশন অর্থাৎ কি না চোখের ভুল। খুব শক্তিশালী হাওয়া দ্রুত বেগে বয়ে গেলে অনেক সময় মাটিটাকেও নাড়িয়ে দিয়ে যায়। যখন ঝড় হয়, মাটি আর্দ্র থাকে, সম্পৃক্ত থাকে। ফলে মাটির বাঁধন আলগা হয়ে যায়। ফলে খুব জোরে হাওয়া বইলে গাছের মূল শুদ্ধ ওই হাওয়ায় আন্দোলিত হতে থাকে। স্বাভাবিক ভাবেই মাটি সমেত গাছের মধ্যে একটা চলন আসে।


সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে ভিডিও। কেউ ভয় পেয়েছেন, কেউ শিহরিত হয়েছেন। কেউ বা প্রকৃতির এই আজব খেয়ালে আপ্লুত হয়েছেন।

Advertisment