খোলা চুল, পরনে শাড়িতে এ কোন চানু? সাবেকিয়ানায় মুগ্ধ নেটিজেনরা

সাবেকি সাজে তাঁর এই ছবি ঘিরে উত্তাল এখন নেটদুনিয়া।

সাবেকি সাজে তাঁর এই ছবি ঘিরে উত্তাল এখন নেটদুনিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাবেকি সাজে তাঁর এই ছবি ঘিরে উত্তাল এখন নেটদুনিয়া।

কথায় আছে, নারীর সৌন্দর্য তার শাড়িতে। আর সেই শাড়ি পরেই অলিম্পিকে রৌপ্য পদক জয়ী মীরাবাই চানু মন কেড়েছেন নেটিজেনদের। খোলা চুল, হালকা রঙের শাড়ির সঙ্গে কস্টিউম জুয়েলারির অনবদ্য কম্বিনেশন নিয়ে ক্যামেরার সামনে এক অন্য চানু।

Advertisment

এই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। শেয়ার হতেই মুহূর্তে তা ভাইরাল হয়। এদিনের এই ছবি পোস্ট করে চানু লেখেন, সাবেকি সাজ তার খুব পছন্দের।

Advertisment

আরও পড়ুন: স্মৃতির টানে ট্রাকচালকদের সম্মান মীরাবাই চানুর! কুর্নিশ জানালেন নেটিজেনরা

টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ভারোত্তোলনে রুপো জিতে মন জয় করেন তিনি ১৩৫ কোটি ভারতবাসীর। আর তারপরই সাবেকি সাজে তাঁর এই ছবি ঘিরে উত্তাল এখন নেটদুনিয়া।

এখনও পর্যন্ত প্রায় ৯৯ হাজার ভিউ হয়েছে ছবিটিতে। এক হাজারেরও বেশি কমেন্ট পড়েছে ভিডিওটিতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mirabai Chanu