Advertisment

Ways To Cool Room Without AC: জ্বালাপোড়া গরম, ঘরে নেই এসি? চিন্তা নেই, জানুন ঘর ঠান্ডার সহজ ৪ টিপস

Summer: এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার সাহায্য়ে আপনি এসি ছাড়াও দিব্যি ঘর ঠান্ডা রাখতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
way to cool the room without ac in summer, গরমে এসি ছাড়াও ঘর ঠান্ডার চার পদ্ধতি

Hot Weather: এসি ছাড়াও গরমে আরামে থাকুন।

How Cool The Room Without AC: হাঁসফাঁস গরম। কবে আসবে বৃষ্টি? চাতক অপেক্ষায় বঙ্গবাসী। বাড়ি থেকে অফিস- গরমে শরীর চাঙ্গা রাখতে এখন এসি-ই ভরসা। তবে, এসি কেনার সামর্থ্য সবার নেই। তাহলে এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার উপায়? এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার সাহায্য়ে আপনি এসি ছাড়াও দিব্যি ঘর ঠান্ডা রাখতে পারেন।

Advertisment

এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার উপায়

জানলায় ভারী ও মোটা পর্দা

দিনের বেলায় জানলায় মোটা ও ভারী পর্দা ঝুলিয়ে দিন। কারণ ঘরের জানলা দিয়েই বেশিরভাগ তাপ প্রবেশ করে। আপনার প্রয়োজন সেই তাপপ্রবাহ আটকে রাখা। তাই এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার জন্য় এই ধরণের পর্দা ব্যবহার করতে পারেন।

আগেকার দিনের মানুষ আরও একটি পদ্ধতি ব্যবহার করতেন। কোনও ভারী বেড কভার ভিজিয়ে টাঙিয়ে রাখতেন। এতেও ঘর অনেক্ষণ ঠান্ডা থাকে।

আরও পড়ুন- AC Machine Cleaning Tips: গরমে অনবরত চলছে AC, প্রয়োজন পরিষ্কারের, লোক ডাকার দরকার নেই, নিজেই করুন সহজে

মেঝে মুছতে পারেন

ঘরের মেঝে যদি ঠান্ডা রাখেন, তবে ঘরও ঠান্ডা রাখতে পারেন আপনি। তাই ঘরের মেঝে মাধে মাঝেই মুছে নিন। এতে আপনার ঘর ঠান্ডা থাকবে। মাটিতেও ভিজে কাপড় পেতে দিতে পারেন।

এছাড়াও ঘরে যত বেশি আসবাব বা অন্য়ান্য় জিনিস থাকবে, সেই ঘরে আরও গরম লাগতে পারে। যে ঘর ফাঁকা ও খোলামেলা সেই ঘরে গরম কম লাগে। তাই অতিরিক্ত জিনিসপত্র বাইরে বের করে দিতে পারেন। আসবাবও কম রাখার চেষ্টা করুন। বাতাস চলাচল যেন বাধা না পায়।

আরও পড়ুন- AC Machine: সবসময় চলছে এসি, বিদ্যুতের বিল দেখে চোখ ছানাবড়া, মানুন ৮ ট্রিকস, রেহাই নিশ্চিৎ

সন্ধ্যায় জানলা খুলে দিন

তাপপ্রবাহ কমে গেলেই ঘরের জানলা খুলে দিন। যাতে ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। ঘর ঠান্ডা রাখার জন্য় ঘরে ভেন্টিলেশন হওয়া খুবই প্রয়োজন। তাই দরজা খোলা রাখুন। আপনি রান্না ঘরের ভেন্টিলেটর চালিয়ে রাখতে পারেন।

গাছ রাখুন

গাছ আপনার ঘরকে ঠান্ডা রাখার জন্য় খুব ভালো ভূমিকা পালন করতে পারে। এয়ার পিউরিফায়ার গাছ রাখুন ঘরে। যেমন- স্নেক প্ল্যান্ট, পিস লিলি, স্পাইডার প্ল্যান্ট আপনি ঘরে রাখতে পারেন। এটি আপনার ঘরের বাতাস পরিশুদ্ধ করে। ঘর ঠান্ডা রাখে।

আরও পড়ুন- AC Machine: এই দাবদাহে অনাদরে এসির আউটডোর ইউনিট? ভুল শুধরান, নাহলেই পকেট খসতে বাধ্য

Air Conditioner Ac Machine air conditioner machine
Advertisment