West Bengal tourism: ঘুরতে যেতে মন চায়? জানেন কি কোন জেলায় কী দেখবেন? এই লিস্টটা রাখুন

West Bengal tourism: দার্জিলিং, সুন্দরবন, দিঘা, শান্তিনিকেতন, কলকাতা থেকে শুরু করে প্রতিটি জেলার ভ্রমণ গাইড বিস্তারিত দেখে নিন এখানে। এই তালিকা দেখেই বানিয়ে নিতে পারবেন আপনার ট্যুর প্ল্যান।

West Bengal tourism: দার্জিলিং, সুন্দরবন, দিঘা, শান্তিনিকেতন, কলকাতা থেকে শুরু করে প্রতিটি জেলার ভ্রমণ গাইড বিস্তারিত দেখে নিন এখানে। এই তালিকা দেখেই বানিয়ে নিতে পারবেন আপনার ট্যুর প্ল্যান।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
West Bengal tourism

West Bengal tourism: যাওয়ার আগেই ঠিক করুন তালিকা।

West Bengal tourism: বেড়াতে যেতে মন চায়। হাতে সময় পেলেই মনে হয়, কোথাও একটা ঘুরে আসি। কিন্তু, জানেন কি পশ্চিমবঙ্গের কোথায় দেখার মত কী আছে? কোথাও গেলে সেখানে কী দেখার জন্য যাচ্ছেন? এখানে জেনে নিন বিস্তারিত। আর, নিজের কাছে এই তালিকা রেখে দিন চিরকালের জন্য। 

Advertisment

দার্জিলিং-কার্শিয়াং-কালিম্পং

দার্জিলিং- দার্জিলিং হল এই রাজ্যের সর্বপ্রধান পর্যটন কেন্দ্র ও শৈল শহর, হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য, অসংখ্য ঝোরা, আরামদায়ক জলবায়ু, বাতাসিয়া লুপ, টয় ট্রেন, টি গার্ডেন, টাইগার হিল, রক গার্ডেন, চিড়িয়াখানা, রোপওয়ে ইত্যাদি দ্রষ্টব্য স্থান।
কার্শিয়াং- একটি শৈল শহর, অর্কিড, কাঞ্চনজঙ্ঘা। মিরিক- শৈল শহর, উপত্যকার জন্যে বিখ্যাত।
ঘুম- বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন। পেডং- এর অর্থ ফার গাছের দেশ, কাঞ্চনজঙ্ঘা। কালিম্পং - শৈল শহর, চা বাগান, বৌদ্ধ স্তূপ। এছাড়াও আছে সান্দাকফু, ফালুট, মংপু, লাভা, লোলেগাঁও, পেসক, তাকদা, তিনচুলে-সহ বিভিন্ন দেখার মত জায়গা।

আরও পড়ুন- নবরাত্রির ৩য় দিনে দেবী চন্দ্রঘণ্টার পূজা, কী প্রাপ্তি হয় এই দেবীর আরাধনায়?

Advertisment

জলপাইগুড়ি- গরুমারা, চাপরামারি ( জাতীয় উদ্যান, হাতি), চালসা, লাটাগুড়ি, মূর্তি, ডুয়ার্স (অভয়ারণ্য, চা বাগিচা)।

আলিপুরদুয়ার- জলদাপাড়া, হাসিমারা (অভয়ারণ্য, একশৃঙ্গ গণ্ডার), বক্সা, জয়ন্তী (পাহাড়, চুনাপাথরের গুহা ,ব্যাঘ্র প্রকল্প)।

আরও পড়ুন- বাঙালির কাছে মহালয়া মানে তিনি, জানেন কোথায় থাকতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র? কীভাবে তৈরি হয়েছিল মহিষাসুরমর্দিনী?

কোচবিহার- কোচবিহার (রাজবাড়ি, রসিক বিল পাখিরালয়, মদন মোহন মন্দির, রাস মেলা)।

উত্তর দিনাজপুর- কুলিক (এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়)।

দক্ষিণ দিনাজপুর- বালুরঘাট (মহীপাল দিঘি, তপন দিঘি), বাণগড় (স্থাপত্য কলা)।

আরও পড়ুন- নবরাত্রির সঙ্গে দুর্গাপুজো মেলে না, খাবারের এই অভ্যাসই ফারাকটা বুঝিয়ে দেয়!

মালদহ- গৌড়, ইংরেজ বাজার (আদিনা, কুতুবশহি, একলাখি মসজিদ, ফিরোজ মিনার)।

মুর্শিদাবাদ- ঐতিহাসিক হাজারদুয়ারি, ইমামবাড়া, মতিঝিল, কাটরা মসজিদ, খোশবাগ, কর্ণসুবর্ণ (বৌদ্ধ বিহার), ফারাক্কা (ব্যারেজ), কাশিমবাজার (রাজবাড়ি), সৈয়দাবাদ (আর্মেনিয়ান গির্জা), বহরমপুর, জিয়াগঞ্জ। 

বীরভূম- শান্তিনিকেতন (কবিগুরুর পাঠভবন), ম্যাসাঞ্জোর, তিলপাড়া (জলাধার), দুবরাজপুর (মামা-ভাগ্নে পাহাড়), বক্রেশ্বর (উষ্ণ প্রস্রবণ), তারাপীঠ (কালী মন্দির), কেঁদুলি (কবি জয়দেবের জন্মস্থান), নানুর (কবি চণ্ডীদাসের জন্মস্থান)।

আরও পড়ুন- নবরাত্রিতে কোন রঙের পোশাক পরলে ভাগ্য হবে উজ্জ্বল?

পূর্ব বর্ধমান- বর্ধমান (রাজবাড়ি, কৃষ্ণসায়র), কাটোয়া (পাণ্ডুরাজার ঢিবি), চুরুলিয়া।

পশ্চিম বর্ধমান- দুর্গাপুর (ব্যারেজ, স্টিল প্লান্ট), মাইথন (জলাধার), আসানসোল (শিল্প), রানিগঞ্জ (কয়লাখনি)।

হুগলি- কামারপুকুর (রামকৃষ্ণ দেবের জন্মস্থান), তারকেশ্বর (বাবা তারকনাথের মন্দির), ব্যান্ডেল (চার্চ), হুগলি (ইমামবাড়া), ফুরফুরা শরিফ (মসজিদ), চন্দননগর (ফরাসি কলোনি), শ্রীরামপুর (রাধাবল্লভের মন্দির), বাঁশবেড়িয়া, সবুজদীপ, চুঁচুড়া।

পুরুলিয়া- অযোধ্যা, বাগমুন্ডি, পাহাড়, ঝরনা, জঙ্গল, পুরুলিয়া (সাহেববাঁধ), পাঞ্চেত (জলাধার)।

বাঁকুড়া- বিষ্ণুপুর (টেরাকোটা কাজ, মদনমোহন মন্দির, রাসমঞ্চ), মুকুটমণিপুর (জলাধার), শুশুনিয়া, বিহারীনাথ (পাহাড়), জয়রামবাটি (সারদা দেবীর জন্মস্থান), ঝিলিমিলি, রানিবাঁধ (অরণ্য), বাঁকুড়া (টেরাকোটা, ডোকরার কাজ)।

পশ্চিম মেদিনীপুর- গনগনি, মেদিনীপুর (জোড়া মসজিদ), খড়গপুর (রেল শহর), বীরসিংহ (বিদ্যাসাগরের জন্মস্থান)।

ঝাড়গ্রাম- ঝাড়গ্রাম (রাজবাড়ি), লোধাশুলি, হাতিবাড়ি, আরাবাড়ি (জঙ্গল), বেলপাহাড়ি (পাহাড়)।

পূর্ব মেদিনীপুর- দিঘা, মন্দারমনি, শংকরপুর, তাজপুর (সমুদ্র সৈকত), তমলুক ( বর্গভীমা মন্দির), মহিষাদল (রাজবাড়ি)।

নদিয়া- নবদ্বীপ (চৈতন্যদেবের জন্মস্থান), মায়াপুর (ইসকনের চন্দ্রোদয় মন্দির), কৃষ্ণনগর (রাজবাড়ি), ফুলিয়া (কবি কৃত্তিবাসের জন্মস্থান), পলাশি (ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র), বেথুয়াডহরি (অভয়ারণ্য), শান্তিপুর, কল্যাণী।

উত্তর 24 পরগনা- দক্ষিণেশ্বর (কালী মন্দির), ব্যারাকপুর (গান্ধিঘাট, মঙ্গলপাণ্ডের স্মৃতি সৌধ), চন্দ্রকেতুগড় (প্রত্নতাত্ত্বিক নিদর্শন), হালিশহর (রামপ্রসাদের জন্মস্থান, নিগমানন্দ আশ্রম), নৈহাটি (বঙ্কিমচন্দ্রের জন্মস্থান), পারমাদান অভয়ারণ্য।

দক্ষিণ 24 পরগনা- সুন্দরবন (ম্যানগ্রোভ অরণ্য, জাতীয় উদ্যান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সজনেখালি-পাখিরালয়, ভগবতীপুর-কুমির প্রকল্প, নেতাধোপানি ব্যাঘ্রপ্রকল্প, কলস দ্বীপ, কাকদ্বীপ, পিয়ালি), বকখালি (সমুদ্র সৈকত), গঙ্গাসাগর (কপিল মুনির আশ্রম), ঘুটিয়ারি শরিফ (মসজিদ), ডায়মন্ড হারবার, ময়দানবেশ্বরী কালী মন্দির (ময়দা কালীবাড়ি)।

হাওড়া- বেলুড় (মঠ), শিবপুর (বোটানিক্যাল গার্ডেন), হাওড়া (বিশ্বের বৃহত্তম রেল স্টেশন, রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু), গড়চুমুক (হরিণ প্রকল্প), আমতা (মেলাইচণ্ডী মন্দির), গাদিয়াড়া, পানিত্রাস, মাকরদহ, কাসুন্দিয়া।

কলকাতা- কলকাতা (ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, জাতীয় গ্রন্থাগার, বিড়লা প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটি, চিড়িয়াখানা, ঠাকুরবাড়ি, কালীঘাট মন্দির, বিড়লা মন্দির, রবীন্দ্র সরোবর, নিক্কো পার্ক, ইডেন গার্ডেন)।

tourism West Bengal