What does 'Ton' mean in AC: জ্বালাপোড়া গরম থেকে মুক্তির স্বাদ এনে দেয় সাধের এসি। আজকাল বিশেষ করে গরমের সময়ে AC মেশিন কেনার আগ্রহ তুমুলভাবে বেড়ে যায়। শহর থেকে জেলা, ইলেক্ট্রনিক্সের শোরুম-গুলিতে AC কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ে।
AC-র টন নিয়ে অনেকের মধ্যেই নানারকমের প্রশ্ন রয়েছে। মোটামুটিভাবে ১ টন, ১.৫ টন, ২ টনের এসি গৃহস্থ বাড়িতে অনেকেই লাগিয়ে থাকেন। AC-র এই 'টন' আসলে ঠিক কী? এটা জানার কৌতূহল অনেকেরই থাকে। বিশেষ এই প্রতিবেদনে তারই ব্যাখ্যা মিলবে।
AC-র 'Ton' আসলে একটি ইউনিট নির্ধারক। অর্থাৎ আপনার ঘরের মাপ অনুযায়ী ১, ১.৫ কিংবা ২ টনের এসি লাগাতে পারেন। এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ করা যন্ত্রের টনের সঙ্গে এর ওজনের কোনও সম্পর্ক নেই। এইচভিএসি ক্ষেত্রে ব্যবহৃত টন হল একটি শব্দ যা বর্ণনা করে যে AC-র ইউনিট এক ঘণ্টায় একটি ঘর থেকে কত পরিমাণ তাপ সরিয়ে দিতে পারে। ব্রিটিশ থার্মাল ইউনিট (BTU) দ্বারা এটির হিসেব করা হয়।
আরও পড়ুন- Inverter AC vs Non-Inverter AC: ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC? কোনটি টেকেও বেশি আর বিদ্যুতের খরচও বাঁচায়?
সহজ ভাষায় বলতে গেলে, AC-র টন তার ঠান্ডা করার ক্ষমতাকে বোঝায়। একটি ১ টনের এসি প্রতি ঘন্টায় ১২ হাজার BTU বায়ু অপসারণ করতে পারে। একটি ৩ টনের এসি এক ঘণ্টায় ৩৬ হাজার BTU বায়ু অপসারণ করতে পারে। তাই AC কেনার আগে উপরোক্ত বিষয়টি সম্পর্কে ভালো করে বুঝে নিন।
আরও পড়ুন- Ceiling Fan: ফ্যানের স্পিড কমালেই কমে ইলেকট্রিক বিল? বিদ্যুতের খরচ কমানোর বাম্পার ফর্মূলা জানুন