AC-তে ১ টন, ১.৫ টন বা ২ টনের ব্যাপারটা ঠিক কী? না জানলে পস্তাতে হবে!

What does 'Ton' mean in AC: আজকাল বিশেষ করে গরমের সময়ে Air Conditioner কিংবা এসি মেশিন কেনার হিড়িক তুমুলভাবে বেড়ে যায়। ইলেক্ট্রনিক্স সামগ্রীর শোরুমগুলিতে AC কিনতে উপচে পড়া ভিড় চোখে পড়ে ক্রেতাদের। তবে এসি কেনার আগে কিছু বিষয় জেনে নেওয়া একান্তভাবে জরুরি। তা না হলে পস্তাতে হতে পারে। বিশেষ করে যারা এসি কিনবেন ভাবছেন, তাঁদের জন্য এই বিশেষ প্রতিবেদন বেশ কাজে দিতে পারে।

What does 'Ton' mean in AC: আজকাল বিশেষ করে গরমের সময়ে Air Conditioner কিংবা এসি মেশিন কেনার হিড়িক তুমুলভাবে বেড়ে যায়। ইলেক্ট্রনিক্স সামগ্রীর শোরুমগুলিতে AC কিনতে উপচে পড়া ভিড় চোখে পড়ে ক্রেতাদের। তবে এসি কেনার আগে কিছু বিষয় জেনে নেওয়া একান্তভাবে জরুরি। তা না হলে পস্তাতে হতে পারে। বিশেষ করে যারা এসি কিনবেন ভাবছেন, তাঁদের জন্য এই বিশেষ প্রতিবেদন বেশ কাজে দিতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
some tips to reduce AC Bills

AC Machine: এয়ার কন্ডিশনার মেশিন নিয়ে গুরুত্বপূর্ণ এই তথ্যটি জানুন।

What does 'Ton' mean in AC: জ্বালাপোড়া গরম থেকে মুক্তির স্বাদ এনে দেয় সাধের এসি। আজকাল বিশেষ করে গরমের সময়ে AC মেশিন কেনার আগ্রহ তুমুলভাবে বেড়ে যায়। শহর থেকে জেলা, ইলেক্ট্রনিক্সের শোরুম-গুলিতে AC কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ে।

Advertisment

AC-র টন নিয়ে অনেকের মধ্যেই নানারকমের প্রশ্ন রয়েছে। মোটামুটিভাবে ১ টন, ১.৫ টন, ২ টনের এসি গৃহস্থ বাড়িতে অনেকেই লাগিয়ে থাকেন। AC-র এই 'টন' আসলে ঠিক কী? এটা জানার কৌতূহল অনেকেরই থাকে। বিশেষ এই প্রতিবেদনে তারই ব্যাখ্যা মিলবে।

AC-র 'Ton' আসলে একটি ইউনিট নির্ধারক। অর্থাৎ আপনার ঘরের মাপ অনুযায়ী ১, ১.৫ কিংবা ২ টনের এসি লাগাতে পারেন। এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ করা যন্ত্রের টনের সঙ্গে এর ওজনের কোনও সম্পর্ক নেই। এইচভিএসি ক্ষেত্রে ব্যবহৃত টন হল একটি শব্দ যা বর্ণনা করে যে AC-র ইউনিট এক ঘণ্টায় একটি ঘর থেকে কত পরিমাণ তাপ সরিয়ে দিতে পারে। ব্রিটিশ থার্মাল ইউনিট (BTU) দ্বারা এটির হিসেব করা হয়।

Advertisment

আরও পড়ুন- Inverter AC vs Non-Inverter AC: ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC? কোনটি টেকেও বেশি আর বিদ্যুতের খরচও বাঁচায়?

সহজ ভাষায় বলতে গেলে, AC-র টন তার ঠান্ডা করার ক্ষমতাকে বোঝায়। একটি ১ টনের এসি প্রতি ঘন্টায় ১২ হাজার BTU বায়ু অপসারণ করতে পারে। একটি ৩ টনের এসি এক ঘণ্টায় ৩৬ হাজার BTU বায়ু অপসারণ করতে পারে। তাই AC কেনার আগে উপরোক্ত বিষয়টি সম্পর্কে ভালো করে বুঝে নিন।

আরও পড়ুন- Ceiling Fan: ফ্যানের স্পিড কমালেই কমে ইলেকট্রিক বিল? বিদ্যুতের খরচ কমানোর বাম্পার ফর্মূলা জানুন

Air Conditioner Ac Machine air conditioner machine