করোনা পরবর্তীতে মানবদেহে নানান ধরনের রোগ দেখা যাচ্ছে শরীরে! কারওর ত্বকের সমস্যা তো কারওর দীর্ঘদিন খাবার না খাওয়ার বিষয় এবং অনেকসময় দেখা যায়, হার্টের সমস্যা সঙ্গেই অনেকের পেটের ব্যথা দেখা যেতে পারে। এবং সেটি কিন্তু আপনাকে বেশ কষ্ট দিতে পারে। কিন্তু কেন?
সাধারণত দেখা যাচ্ছে, ভাইরাসের প্রভাব থাকাকালীন নয়, বরং এর থেকে রিকভারি করার পরেও দেখা যাচ্ছে মাসের পর মাস মানুষ ভুগছেন পেটে ব্যথার মত সমস্যায়। বলা উচিত এই ভাইরাস শরীরের ইমিউনিটি কে যেহেতু ধাক্কা দিচ্ছে তাই, শরীরের অনেক অংশেই দিনের পর দিন সমস্যা থাকতে পারে।
WebMD দ্বারা প্রাপ্ত তথ্য থেকে পেটে এবং অ্যাবডোমেন পেইন করোনা পরবর্তীতে কিন্তু খুব ঝামেলা সৃষ্টি করছে। সাম্প্রতিক গবেষণা বলছে, কম করে ৫ জনের দুইজন এই সমস্যায় ভুগছেন। Gastrointestinal সমস্যা, ডায়রিয়া, বমির সমস্যা, নাভি সংলগ্ন এলাকায় ব্যথা এসবের কারণে কেউ কেউ হাসপাতালে ভর্তি হচ্ছেন আবার কেউ কেউ বেশ কিছুদিন বাড়িতেই ভুগছেন। মার্কিন প্রদেশের গবেষণা বলছে, যে কোভিড-১৯ রোগীদের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গ ধরা পড়েছে তাদের প্রতিকূল ফলাফল ছিল। কোভিড-১৯ এর সম্ভাব্য পরবর্তী লক্ষণগুলি হিসেবে- বমি বমি ভাব, অকারণে কিছু না খেলেও গা পাকানো, এগুলি খুব দূর্বল করে তুলছে। বেশ কিছু মানুষের স্বাদ এবং গন্ধ না থাকা, রক্ত বমির মত সমস্যাও দেখা যাচ্ছে।
কেন এই ব্যথা কষ্টদায়ক?
সাধারণত পেটের মাঝ বরাবর এই ব্যথা দেখা দিচ্ছে। প্রচুর মানুষের মধ্যে এই লক্ষণ তাড়াতাড়ি চলে যাচ্ছে। চিকিৎসকরা এটিকে বিরল উপসর্গ বলেই চিহ্নিত করছে। তবে যারা প্রথম থেকেই আন্ত্রিক সমস্যার সম্মুখীন তাদের একটু সতর্ক থাকা উচিত। কারণ একথা আগেও জানা গেছে প্যানক্রিয়াটিক সেল ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে, সুতরাং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত।
অন্যান্য সমস্যার মধ্যে পেশীর ব্যথা, কিংবা ক্লান্তির কথা আগেও জানানো হয়েছে। খাবার সঠিকভাবে খাওয়ার এক নিদারুণ ধারণা দেওয়া হয়েছে। এই সময় রিচ খাবার না খাওয়াই ভাল। গবেষণা সমীক্ষায় দেখা গেছে যে SARS-CoV-2 এনজিওটেনসিন রূপান্তরকারী এনজাইম এর কার্যকলাপকে ব্যাহত করে এবং সাইটোটক্সিসিটি প্ররোচিত করে অন্ত্রের এপিথেলিয়ামকে সংক্রামিত করে। এবং ঠিক তারপরে এটি স্টুল ফাংশনকে গোলমাল করে। ফলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল লক্ষণ আরও বেশি করে চাগাড় দিতে থাকে। তাই নিজের দিকে নজর দিন, এবং অবশ্যই করোনা পরবর্তীতে একবার হলেও ফুল বডি চেক আপ করানো খুব ভাল...