Advertisment

দেবীর নাম কালী কেন, কেন দেবীর পায়ের তলায় মহাদেব?

মহাদেবের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকা দেবী কালীরই আরাধনা করেন ভক্তরা।

author-image
IE Bangla Web Desk
New Update
kali

শ্যামাপুজোয় মগ্ন হয়েছে গোটা বাংলা। অশুভকে হারিয়ে শুভশক্তির প্রতিষ্ঠার জন্যই দেবী কালীর আবির্ভাব। অন্ধকার, অত্যাচার দূর করতে অসুরদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন দেবী কালী। তাঁর ভয়ংকর লড়াইয়ের মুখে পরাজিত হয়েছে অসুররা। সেসব কাহিনি পুরাণে রয়েছে। কালের অর্থ সময়। অসুরদের পরাজিত করে দেবী সেই কালের নিয়ন্ত্রক হিসেবে নিজেকে তুলে ধরেন। তাই তিনি কালী।

Advertisment

আবার কালের অর্থ সংহার। দেবী সংহারকর্ত্রী, তাই তিনি কালী। তিনি শিবের স্ত্রী। ভগবান শিবের অন্য নাম মহাকাল। তাই দেবী মহাকালী। শুধু তাই নয়। দেবীর বর্ণ কালো। সেই কারণেও তিনি কালী। স্ত্রী লিঙ্গরূপে ঈ-কার যুক্ত হওয়ায় দেবীর নাম হয়েছে কালী। শাস্ত্র অনুযায়ী দেবী সৃষ্টি, স্থিতি ও মহাপ্রলয়ের কর্ত্রী। কালকেও তিনি গ্রাস করেন। তাই তিনি কালী।

পুরাণ অনুযায়ী, অসুরদের হারানোর পর দেবী কালী প্রবল বিজয়নৃত্য শুরু করেন। দেবী অসুরদের মুণ্ড দিয়ে নিজের কোমরবন্ধনী তৈরি করেন। গড়ে তোলেন গলার মুণ্ডমালা। দেবীর ক্রোধান্বিতা, রণরঙ্গিনী ও করালবদনা রূপে ভীত হয়ে পড়েন দেবতারাও। তাঁদের আশঙ্কা জন্মে, অসুরদের পরে দেবী তাঁদেরও গ্রাস করতে পারেন। সেই কারণে ভীত দেবতারা দ্বারস্থ হন মহাদেবের।

আরও পড়ুন- শ্যামাপূজার আগে চতুর্দশীকে কেন ভূত চতুর্দশী বলে, কেন খায় চোদ্দশাক?

সেই পরিস্থিতি রুখতে মহাদেব ছুটে যান দেবীর কাছে। কিন্তু, মহাদেবের কথা শোনার অবস্থাতেও তখন ছিলেন না দেবী। তিনি তখন উন্মাদিনী। এই পরিস্থিতি দেখে মহাদেব নিজেকে দেবীর পায়ের তলায় ছুড়ে ফেলে দেন। পায়ের নিচে স্বামীর স্পর্শে জ্ঞান ফেরে দেবীর। তিনি লজ্জায় নিজের জিভ কাটেন। দেবীর সেই রূপকেই আরাধনা করা হয় কালীপুজোয়।

এখানে দেবী কালী নগ্নরূপে রয়েছেন। তাঁর গলায় মুণ্ডমালা। কোমরবন্ধনীতেও মুণ্ডমালা। দেবীর পায়ের তলায় রয়েছেন শিব। বিগ্রহে দেবী কালীর ডান পা এগিয়ে থাকলে তিনি দক্ষিণাকালী। আর, দেবীর বাম পা এগিয়ে থাকলে তিনি বামাকালী। দেবী কালীকে কখনও শিবের পাশে থাকতে দেখা যায় না। বরং, শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকা দেবীরই আরাধনা করেন ভক্তরা।

Kali Puja Kali Temple Ma Kali
Advertisment