কার্তিক মাসের অমাবস্যা তিথি দীপান্বিতা অমাবস্যা নামে পরিচিত। দুর্গাপুজোর দিন কয়েক পরই পূর্ণিমা তিথিতে পালিত হয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। সেদিন সারারাত জেগে আরাধনা করা হয়েছে দেবী লক্ষ্মীর। এরপর অমাবস্যায় কেন ফের পূজিত হন দেবী লক্ষ্মী? কেন কালী পুজোর দিন অর্থাৎ দীপান্বিতা অমাবস্যায় বহু বাড়িতেই অলক্ষ্মী বিদায়ের রেওয়াজ রয়েছে?
দীপান্বিতা অমাবস্যায় অলক্ষ্মী বিদায়
এই নিয়ে শাস্ত্রে বিভিন্ন মত রয়েছে। তবে প্রচোলিত যে, কোজাগরী লক্ষ্মী পুজোর সময় যখন দেবী লক্ষ্মী যখন আসেন, তখন তাঁর সঙ্গে অলক্ষ্মীরও প্রবেশ ঘটে। তাই কালী পুজোর দিন অশুভ নাশ করে শুভ শক্তিকে আহ্বান জানাতেই অলক্ষ্মী পুজো করা হয়ে থাকে।
কে এই অলক্ষ্মী?
পুরাণ অনুযায়ী, অলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর দিদি। এঁদের জন্মবৃত্তান্ত নিয়েও নানা মত প্রচলিত। কেউ বলেন, প্রজাপতি ব্রহ্মার মুখের আলো থেকে জন্ম নিয়েছেন লক্ষ্মী আর পিঠ থেকে জন্ম হয়েছে অলক্ষ্মী। তবে সবচেয়ে প্রচলিত কাহিনিটি হল সমুদ্রমন্থনের। সমুদ্রমন্থনের সময় নাকি সমুদ্র থেকে উঠে আসা অমৃতের পাত্র নিয়ে জন্মগ্রহণ করেছিলেন দেবী লক্ষ্মী। আর তার ঠিক আগেই নাকি জন্ম নিয়েছিলেন অলক্ষ্মী। যে মতই বিশ্বাস করুন না কেন, এটাই বোঝায় যে- দেবী লক্ষ্মী ও অলক্ষ্মী হলেন দুই বোন। তবে দেবী লক্ষ্মী ও অলক্ষ্মী সবদিক দিয়েই একদম বিপরীত।
দেবী লক্ষ্মী সৌভাগ্য, ধন-সম্পদের প্রতীক। আর গাধা-বাহী অলক্ষ্মী কুরূপা, ঈর্ষা ও দুর্ভাগ্যের প্রতীক।
কিন্তু তাতেও কেন পূজিত হন এই দেবী অলক্ষ্মী?
অমঙ্গল ও অশুভের প্রতীক হলেও অলক্ষ্মীকে ভগবতীর এক রূপ বলে মনে করা হয়। কোজাগরী লক্ষ্মীপুজোর সময় দেবী লক্ষ্মীর সঙ্গে হাজির হন অলক্ষ্মীও। তাই তাঁকে পুজো করেই বিদায় করা হয়। যেহেতু কালী পুজোর দিন অশুভ শক্তির নাশ করে শুভ শক্তির সূচনা হয়, তাই অমঙ্গল ও অশুভের প্রতীক হিসাবে এই দিন অলক্ষ্মীর পুজো হয়ে থাকে।
কীভাবে পুজো হয় অলক্ষ্মীর?
গোবর বা কাদা দিয়ে অলক্ষ্মী তৈরী করা হয়। তারপর কলা গাছের খোলে করে ধূপ-দীপ সহকারে তাঁকে পুকুর বা দীঘির খোলে রেখে আসা হয়। এরপর আর পিছনে না তাকিয়ে, কুলো, শাঁখ-কাঁসর বাজিয়ে ফিরে আসতে হয় ঘরে। এই প্রসঙ্গে একটু প্রচলিত ধ্বনি হল, 'ঘরের লক্ষ্মী ঘরে থাকো, অলক্ষী বিদায় নাও।'
অলক্ষ্মী বিদায়ম্পন্ন হলে সাড়ম্বরে লক্ষ্মীপুজো সেরে তারপর কালীপুজো করা হয়ে থাকে। অর্থাৎ অলক্ষ্মী বিদায়ের মাধ্যমে লক্ষ্মী বা শুভর আগমন ঘটিয়ে কালী বা দীপান্বিতার (লক্ষ্মী) পুজোর সূচনা করা হয়ে থাকে।
আরও পড়ুন- কার্তিকী অমাবস্যায় কালীপুজোর রাত আলোয় আলো, কেন এই রেওয়াজ?
আরও পড়ুন- কালীপুজো মানেই বারাসত, কিন্তু কীভাবে-কার হাত ধরে সেখানে শুরু হল দীপান্বিতার আরাধনা?