Advertisment

ব্রণ ছাড়াও স্কিনের ওপর প্রভাব বিস্তার করে আরও অনেক সমস্যা, জেনে নিন

স্কিনের সমস্যা দেখলে এক মুহূর্ত দেরি করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
NULL

প্রতীকী ছবি

মুখ হোক কিংবা গায়ের চামড়া মানুষ কিন্তু স্কিন নিয়ে একটু বেশিই তৎপর। অল্প কিছু হতে না হতেই সেটিকে নিয়ে ব্যাস্ত হয়ে পরে। তা সে ব্রণ হোক অথবা অন্য কিছু। মাঝে মধ্যে একটা দুটো ব্রণ কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটি ছাড়াও স্কিনের ওপর নানান সময় ফুসকুড়ির ন্যায় সৃষ্টি হতে পারে। ধীরে ধীরে লাল কিংবা কালো রং ধারণ করে। সবকিছুই কিন্তু ব্রণ নয়। এগুলি স্কিনের নানাধরনের সমস্যা। 

Advertisment

বিশেষজ্ঞ ডা আঁচল পান্থ এই বিষয়ে ধারণা দিয়েই বলেন সবসময় সবকিছু ব্রণও হয় না। আর চোখে না দেখে চিকিৎসকরা বলতেও পারেন না আদৌ সেটি কি। কিন্তু এগুলি সময়ে চিকিৎসা না করলে বেশ সমস্যা দেখা দিতে পারে। এবং সবথেকে বেশি যে সমস্যাগুলি দেখা দেয় তার মধ্যে, হোয়াইট হেডস, মিলিয়া, সিরিঙ্গমা, এবং ডার্মাটোসিস পাপুলোসা নিগ্রা এগুলিই বেশি চোখে পড়ে। 

সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন, সেইভাবে এর চিকিৎসা সম্পর্কে বলা সম্ভব নয়। এর প্রকৃতি, আকার, ধরন এবং কী পরিমাণে ত্বকের ওপর ছড়িয়েছে সেই বুঝেই এর ট্রিটমেন্ট সম্ভব। 

Here is What To Do To Get Rid of Whiteheads - lifeberrys.com
হোয়াইট হেডস

প্রথম হল, হোয়াইট হেডস এটি স্কিনের ওপর হওয়া সবথেকে সাধারণ একটি বিষয়। স্কিনের ওপর হালকা গুড়িগুড়ি ভাব দেখা যায়। সাধারণত কপালে আর নাকের পাশে দেখা যায়, তবে বেশ কিছু স্ক্রাব, ক্রিম, সালিসাইলিক অ্যাসিড, অ্যাদাপেলেন ব্যবহার করে এগুলিকে কমানো যায়।

Types of Milia and How They're Removed
মিলিয়া

 দ্বিতীয় হল, মিলিয়া। একদম ছোট ক্ষুদ্রাকৃতির তবে মুখের যেকোনও জায়গায় হতে পারে। ব্রণর থেকে বেশি সময় দীর্ঘস্থায়ী। ক্রিম একেবারেই কাজ করে না। চিকিৎসকের পরামর্শ নিলে ভাল। এবং সূর্যের আলো থেকে সাবধান। এর থেকেও মাত্রায় বাড়তে পারে। 

publive-image
সিরিঙ্গমা

তৃতীয়, সিরিঙ্গমা। এটি আকারে বড় এবং কিছুদিন পর থেকেই ফোঁড়ার মত হতে থাকে। মুখের অংশটি কালো হতে থাকে। এই রোগ সারানো বেশ কঠিন বিষয়। ইন্ত্রালেশনাল রেডিও থেরাপি দিয়ে একটু হলেও কম করা যায়। মূলত চোখের চারপাশে এটিকে দেখা যায়। 

Dermatosis Papulosa Nigra: Appearance, Causes, and Removal
ডার্মাটোসিস পাপুলোসা নিগ্রা

চতুর্থ, ডার্মাটোসিস পাপুলোসা নিগ্রা। এগুলি বেশিরভাগ ক্ষেত্রে জন্ম থেকেই মানুষের গায়ে দেখা যায়। কালো কালো তিলের মত এবং একসঙ্গে অনেকগুলি জায়গায় ছড়িয়ে থাকে। মূলত মুখে এবং গালে দেখা যায়। ক্রিম কিংবা ঘরোয়া ভাবে একে সারানো যায় না। লেজার থেরাপি অথবা অন্যান্য চিকিৎসার প্রয়োজন হয়। চামড়ায় এরকম কোনও লক্ষণ দেখলেই সত্ত্বর চিকিৎসা করান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

skincare treatment face bumps skin issues
Advertisment